তথ্যমন্ত্রী
হাসানুল হক ইনু বলেছেন, এদেশের এগিয়ে যাওয়ার পথে ৭১ এ বাধা ছিল পাকিস্তান।
সে বাঁধা নির্মূল করা হয়েছে। সামরিকতন্ত্র নতুন বাঁধা হলেও তা টেকেনি। এখন
খালেদা স্বাধীনতা বিরোধী জামায়াত-রাজাকারদের নিয়ে গনতন্ত্রের পথে নতুন
বাঁধা। খালেদা, জঙ্গি ও রাজাকারদের নাশকতার বাঁধা উপড়ে ফেলতে হবে।
তথ্যমন্ত্রী
শুক্রবার খুলনা জাসদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব
কথা বলেন। মহানগরীর শহীদ হাদিস পার্কের নবনির্মিত শহীদ মিনারের সভামঞ্চে
সম্মেলনের এই উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।তথ্যমন্ত্রী
বলেন, গণতন্ত্রে জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধ যায় না। নাশকতা হয় না। গণতন্ত্রে
আন্দোলন আছে। অঞ্চল বিচ্ছিন্নকরণের হুংকার নেই। আগুনের বোমা নিক্ষেপকারী
জঙ্গি ও সন্ত্রাসীদের পাকড়াও করলে গণতন্ত্র আটকায় না। আন্দোলনে ব্যর্থ হয়ে
খালেদা জিয়া জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তিনি অমানবিক নেত্রী।
ইজতেমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি।সম্মেলনে
তিনি ১০ দফা প্রস্তাব উপস্থান করেন। প্রস্তাবগুলো হচ্ছে সামরিক, জঙ্গি আর
রাজাকার সরকার কখনও ক্ষমতায় আসতে না দেয়া, চক্রান্তকারীদের দমন করা, দেশকে
আর রক্তাক্ত হতে না দেয়া, নাশকতা করতে না দেয়া, ধর্মের নামের অশান্তি হতে
না দেয়া, জঞ্জাল ঝেড়ে ফেলা, মহাজোটের ছাতায় ঐক্যবদ্ধ থাকা, স্থানীয় সরকার
ব্যবস্থাকে জোরদার করা, ত্রুটি-বিচু্যতি সংশোধন করা, টেন্ডারবাজি ও
চাঁদাবাজি চলতে না দেয়া, শ্রমিক, কৃষক ও নারীর অর্থনৈতিক ন্যায্য হিস্যা
আদায় করা।এ ১০ দফা বাস্তবায়নে জাসদসহ মহাজোটের কর্মীদের মাঠ পর্যায়ে কার্যক্রম আরও জোরদার করার আহবান জানান তিনি।<
www.24banglanewspaper.com
 |
from -khulna |