শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫

গুঞ্জন শুনি

কিছুদিন ধরে বলিউডে গুঞ্জন চলছে, শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ইলিয়ানা। অবশেষে সে গুজবটি সত্যি হতে চলেছে। সম্প্রতি পরিচালক মহেশ শর্মা জানিয়েছেন তার নতুন ছবি ‘ফান’-এ থাকছেন ইলিয়ানা। তবে শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন না। বলিউড বাদশাকে কিছু সময় সঙ্গ দেবেন ইলিয়ানা। মূলত ইলিয়ানার কোমর দোলানোর সঙ্গে এবার পা মেলাবেন কিং খান। ছবির একটি আইটেম গানে ইলিনার ঠুমকা দেখবে সিনেপ্রেমীরা। ভক্তরা তো বটে, খোদ শাহরুখ খানই নাকি ইলিয়ানার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন। কারণ বলিউডে এ মুহূর্তে গ্ল্যামার গার্লদের শীর্ষে রয়েছেন এ মেয়েটি। তাই যশরাজ ব্যানারের পরবর্তী ছবি ‘ফান’-এ ইলিয়ানাকে নেয়ার প্রস্তাব করতেই নাকি কিং খান একবাক্যে হ্যাঁ বলেছেন। ছবির প্রযোজক আদিত্য চোপড়া অবশ্য এর বেশি বলতে নারাজ। তার মুখে কুলুপ দেয়াতে বলিউডে নয়া গুঞ্জনের সৃষ্টি হয়েছে। ইলিয়ানাকে নাকি ছবিতে নায়িকার রোল দেয়া হচ্ছে। তবে এ গুঞ্জনের সত্যতা এখনও পর্যন্ত মেলেনি। ইলিয়ানাকে এর আগে অবশ্য সাদাসিধে চরিত্রেই দেখা গেছে। ‘বরফি’, ‘ভিকি ডোনার’-এর মতো ছবিতে তার যে ইমেজ, আইটেম গার্ল হয়ে তা অনেকটাই ভাঙতে হবে তাকে। প্রসঙ্গত, বিশ্ব হিন্দু পরিষদ আইটেম গার্লদের তুলনা করেছিল পতিতা পল্লীর মেয়েদের সঙ্গে। সম্প্রতি ভারতের সন্সর প্রধান পেহলজ নিহালানিও অনেক বিধিনিষেধ আরোপের ফতোয়া দিয়েছেন? সেসব টপকে শাহরুখ-ইলিয়ানা জুটির আইটেম সং কতটা দর্শকদের কাছে পৌঁছায় সেটাই এখন দেখার বিষয়। - See more www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings