বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত গণতন্ত্র হত্যা দিবস ও তাকে অবরুদ্ধ করার প্রতিবাদে ডাকা ২০ দলের কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হাতাহাতি, ধাওয়াপাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারায়ণগঞ্জ, খুলনা, পাবনা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে ২০ দলের ৭ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে তাদের ৮ শতাধিক নেতাকর্মীকে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জের পাশাপাশি কোনো কোনো স্থানে সরাসরি গুলি চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আবার কয়েকটি স্থানে ১৪ দলের নেতাকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে হামলা চালিয়েছে। সংঘর্ষে নারায়ণগঞ্জে একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা ম্যান আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফেনীতে বোমার আঘাতে এক স্কুলছাত্রের চোখ উপড়ে গেছে। এদিকে বেশির ভাগ জায়গায় ১৪ দলের নেতাকর্মীদের দখলে ছিল রাজপথ। যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর যশোর, মণিরামপুর, ঝিকরগাছা ও অভয়নগর : যশোরে পাঁচটি হাতবোমাসহ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জনিয়ার টিএস আইয়ুবসহ ৮২ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে বিএনপি-জামায়াতের ৪০ নেতাকর্মী রয়েছেন। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।সোমবার সকালে ডিবি পুলিশ শহরের ঘোপ এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে টিএস আইয়ুবের কাছ থেকে হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম ও লাইসেন্সকৃত পিস্তল উদ্ধার করেছে। এছাড়াও কোতোয়ালি থানা পুলিশ তরিকুল ইসলাম, শাহাবুদ্দিন সনি, নূর ইসলাম, নেছার আলী, জামাল হোসেন, রফি, মানিক, বাবু নামের আটজনকে আটক করেছে। বাঘারপাড়া থানা পুলিশ সিরাজুল ইসলাম ও কামাল হোসেন নামের দুই বিএনপিকর্মীকে আটক করেছে।মণিরামপুরের বিভিন্ন এলাকা থেকে জামায়াত-বিএনপির ১৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। যশোরের রাজপথে দাঁড়াতে পারেনি বিএনপি-জামায়াত। সোমবার দিনভর জেলা ও উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর মিছিল-সমাবেশে সরগম ছিল রাজপথ।জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ চলাকালে ছাত্রলীগের তিন কর্মী দলীয় প্রতিপক্ষের হাতে ছুরিকাহত হয়েছেন। সোমবার বিকালে শহরের চিত্রা মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।সিলেট, ওসমানীনগর ও ফেঞ্চুগঞ্জ : ফেঞ্চুগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত ও ৫২জনকে আটক করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দনকান্তি ধর জানান, সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রোকনুজ্জামান চৌধুরীসহ পাঁচ জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাত থেকেই পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালিয়েছে। দু’জন নেতাকেও গ্রেফতার করেছে।খুলনা : রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত মহানগরীসহ খুলনা জেলা থেকে পুলিশ বিএনপি ও জামায়াতের ৪৩ নেতাকর্মীকে আটক করেছে। অভিযানকালে ছয়টি বোমা ও জিহাদি বইসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। সোমবার বেলা সোয়া ১১টায় মহানগরীর পিটিআই মোড় থেকে বিএনপির মিছিল শুরু হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন, জামায়াত, ছাত্রশিবির, খেলাফত মজলিসসহ জোটের শরীক বিভিন্ন দলের নেতাকর্মী কালো পতাকা হাতে নিয়ে অংশ নেন।খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৪৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৩২ জন বিএনপির এবং ১১ জন জামায়াতের। মহানগরীর টুটপাড়া থেকে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীর কাছ থেকে ছয়টি বোমা ও জিহাদি বইসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে।আটককৃতরা হলেন খুলনা সদর থানা এলাকা থেকে জামায়াত নেতা ওলিউর রহমান, আবদুল কাদের, শিবিরকর্মী আ. আলিম, সাজিদ, মানাজির, মহানগর শিবিরের প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবীর, সোনাডাঙ্গা থানা এলাকা থেকে বিএনপির ডালিম গাজী, খালিশপুর থানা এলাকা থেকে বিএনপির বজলুর রহমানসহ ৪৩ জন।ময়মনসিংহ : শহরের চরপাড়া মেডিকেল কলেজ গেট এলাকায় রোববার বেলা আড়াইটার দিকে একটি মিছিল থেকে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে চালক ও এক শিশুসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় বাসের মালিক নিজাম উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় ছাত্রদল ও যুবদলের ১২ নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন।বগুড়া : বগুড়া শহরতলির বারপুর এলাকায় উত্তরবঙ্গ মহাসড়কে রোববার রাতে দুর্বৃত্তদের কয়েকটি পেট্রল বোমায় একটি চলন্ত আলুবোঝাই ট্রাক পুড়ে গেছে। আগুনে ট্রাকচালক পটল মিয়ার শরীর ঝলসে গেছে। সোমবার সকাল পর্যন্ত শহরতলির মাটিডালি, তিনমাথাসহ বিভিন্ন স্থানে নির্বিচারে অন্তত ২০টি বাস-ট্রাক ভাংচুর করা হয়। সোমবার দুপুরে বিএনপিসমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা কালো পতাকা হাতে মিছিল নিয়ে শহরের সাতমাথায় এলে সরকারদলীয় নেতাকর্মীরা লাঠিপেটা করেন। এতে চার থেকে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। রাতে পুলিশ জামায়াত-বিএনপির ৩৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। শহরে আলতাফুন্নেছা খেলার মাঠে ১৪৪ ধারা বলবৎ থাকায় শহর আওয়ামী লীগ শহরের সাতমাথায় এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সেন্ট্রাল স্কুল মাঠে তাদের সমাবেশ করেছে। শহরে বিজিবি, র্যাব সদস্যরা টহল দিচ্ছে। ১২টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে রয়েছেন। আহতরা হলেন সাবেক এমপি অ্যাডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট আতাউর রহমান খান, রফিকুল ইসলাম ও আবদুল মান্নানসহ ৫-৬ জন। বগুড়ার এএসপি (মিডিয়া) গাজিউর রহমান জানান, রোববার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবদুল মজিদ নয়নসহ বিএনপির ৩৭ জন ও জামায়াতের একজনকে গ্রেফতার করা হয়েছে।মানিকগঞ্জ ও সাটুরিয়া : মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ২৫ কর্মীসহ বিভিন্ন মামলায় ৫৬ জনকে আটক করা হয়েছে। রোববার রাতে ও সোমবার ভোরে এদের আটক করা হয়। সাটুরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাদ্দাম নামে বিএনপির এক ছাত্রনেতাকে আটক করেছে। সোমবার সাইফুল ইসলাম ও নাজির হোসেন নামের আরও দুজনকে আটক করে তাদের মানিকগঞ্জ আদালতে পাঠিয়েছে।রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ানসহ ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অন্য আহতদের মধ্যে জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পরেশ খীসা, জেলা তৃণমূল দলের সভাপতি জাহিদুল ইসলাম, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী, রাঙ্গামাটি কলেজ ছাত্রদল সভাপতি মো. সুজন, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাচ্চু মিয়ার নাম পাওয়া গেছে।সুনামগঞ্জ ও ধর্মপাশা : সুনামগঞ্জে আ’লীগ ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সংঘর্ষে সদর থানার উভয় দলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শহরের সদর মডেল থানার প্রধান ফটকে সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। ধর্মপাশা উপজেলায় অভিযান চালিয়ে উপজেলার হলিদাকান্দা গ্রামের সামনের সড়ক থেকে আবদুল কুদ্দুস, রমজান আলী ও আবদুর রশিদ নামের বিএনপি সমর্থিত তিন কর্মীকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ।দিনাজপুর : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও ২০ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৪ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে উত্তেজিত ছাত্রলীগ কর্মীরা বিএনপি উপজেলা কার্যালয়ে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করেছে। রাস্তায় থাকা ১০টি মোটরসাইকেল, ৭টি অটোবাইক ও বেশ কয়েকটি রিকশা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।সিরাজগঞ্জ ও উল্লাপাড়া : সিরাজগঞ্জে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২৫ জনসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিআর শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সোমবার উল্লাপাড়ার পূর্ব দেলুয়ারে বিএনপি-জামায়াত কর্মীদের হামলায় ১০ অওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়েছে।খাগড়াছড়ি : জেলায় বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ৩৭ জন আহত হয়েছে। এ সময় শহরের শাপলা চত্বর, ভাঙ্গাব্রিজ, পেঙ্গুইন মোড় এলাকায় থেমে থেমে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ও রাবার বুলেট ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি শহরে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়ি জেলায় আজ সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয়া হয়েছে।নেত্রকোনা ও পূর্বধলা : জেলা ছাত্রদলের সহ-সাহিত্য সম্পাদক খালিদ সাইফুল্লা মুন্নাসহ ২০ দলীয় জোটের ২৪ নেতাকর্মীকে রোববার রাতে গ্রেফতার করেছে পুলিশ। ৫ জানুয়ারি নাশকতার আশংকায় জেলার বিভিন্ন স্থানে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে।পূর্বধলায় রোববার রাতে উপজেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের পূর্বধলা ডিগ্রি কলেজ শাখার সহ-সভাপতি আশরাফুল আলম আনার নামে দুই ব্যক্তিকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।কক্সবাজার ও টেকনাফ : কক্সবাজার শহর, দক্ষিণ মিঠাছড়ি, টেকনাফসহ জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- রহমত উল্লাহ, ইকবাল ও আলাউদ্দিন, খাইরুল বশর, বাহারছড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মো. সেলিম ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন। সংঘর্ষে আহত হয়েছে ১০ জন।মেহেরপুর : নাশকতার আশংকায় জেলার বিভিন্ন এলাকা থেকে রোববার রাতে ১০ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।হবিগঞ্জ : জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার পর্যন্ত পুলিশ এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়।নারায়ণগঞ্জ, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দর : সকাল থেকে নারায়ণগঞ্জ শহর ও বন্দরে দফায় দফায় পুলিশ ও সরকারি দলের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি-জামায়াতের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, দলীয় নেতাকর্মী, সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। বন্দরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষে অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে একজন একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরাম্যান রয়েছেন। সোমবার বেলা ১১টায় বন্দরের নবীগঞ্জ এলাকায় সাবেক এমপি আবুল কালাম, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে কালো পতাকা মিছিল বের করে। ওই সময়ে পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সোনারগাঁয়ে সংঘর্ষে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মানিক, সোনারগাঁ থানা শ্রমিক দলের সভাপতি মুজিবুর রহমান ও ছাত্রদল কর্মী মোহনসহ ৫জন আহত হয়েছেন।কুমিল্লা : কুমিল্লায় নাশকতার আশংকায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। কুমিল্লা পুলিশ কন্ট্রোল রুমসহ বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী রয়েছেন। বিএনপিপন্থী শিক্ষক নেতা সেলিম ভূঁইয়ার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় অবস্থিত।পটুয়াখালী : জেলা বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে দলের সাধারণ সম্পাদকসহ অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রব মিয়া ,সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়। এছাড়া পুলিশ অভিযান চালিয়ে জেলায় মোট ১৪ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।জয়পুরহাট : নাশকতার আশংকায় রোববার রাতে জেলার জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা থেকে মোট ৬ বিএনপি, জামায়াত ও যুবদল নেতাকর্মীকে আটক করেছে করেছে পুলিশ।লক্ষ্মীপুর : বিএনপির মিছিলে ধাওয়া করে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিনসহ ৩ জন আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে তাদের আটক করা হয়। এছাড়াও রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিবিরের দুই কর্মীসহ আরও ২৬ জনকে আটক করা হয়।জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুর নেতৃত্বে শহরের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপশম হাসপাতাল এলাকায় পৌঁছলে পুলিশ ধাওয়া করে। এ সময় পৌর বিএনপি নেতা নিজাম উদ্দিনসহ ৩ জনকে আটক করা হয়।এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে অতর্কিত হামলা ও ফাঁকা গুলিবর্ষণ করেছে যুবদল কর্মীরা। এ সময় তাদের হামলায় আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীসহ তিনজন আহত হয়েছেন। মান্দারী এলাকায় বিএনপি কর্মীরা একটি মাল বোঝাই ট্রাক ভাঙচুর করে।পাবনা : আওয়ামী লীগ-বিএনপি ধাওয়াপাল্টা-ধাওয়া ও সংঘষের্র ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়। এ সময় ১০-১২টি ককটেল বিস্ফোরণ ও ৬টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড শর্টগানের ঘুলি ছোড়ে। ১০-১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা আবদুল হামিদ সড়কে রাখা দুটি প্রাইভেট কারসহ ৬টি গাড়ি ভাংচুর করে। জেলায় এদিকে পুলিশ নাশকতার আশংকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতকর্মী সমর্থকসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে।ফেনী : ছাত্রদলের কালো পতাকা মিছিল, গাড়ি ভাংচুর করেছে। পুলিশ এ সময় দাওয়া করে ৫ ছাত্রদল নেতাকর্মীকে আটক করেছে।দাগনভূঞা : দাগনভূঞা সোনাগাজী সংসদীয় আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার মামলায় পুলিশ ১১ জনকে অস্ত্রসহ সোনাগাজীর শাহজাহান কমপ্লেক্স ও রহিম উল্যাহ শপিং কমপ্লেক্স থেকে আটক করেছে।নোয়াখালী : পৌরবাজার ২০ দলের মিছিলে বাধা দিতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড টিয়ার শেল ছোড়ে। এ সময় ১০ জন গুলিবিদ্ধ ও গ্রেফতার হয়েছে ২৪ জন। আহতদের মধ্যে বিএনপি, ছাত্রদল, যুবদল কর্মী শামীম, শান্ত, শাহজাহান, বেলাল, সোহেল, মন্নান রয়েছেন।ভোলা : ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে দফায় দফায় ধাওয়াপাল্টা- ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে। এদিকে সংঘর্ষের স্থান থেকে ৩ জনসহ ১৭ জনকে আটক করা হয়েছে।ঝিনাইদহ : ঝিনাইদহে পুলিশ-বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়াপাল্টা-ধাওয়া, গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। শৈলকুপার শেখপাড়ায় পুলিশ সর্টগানের গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়েছে। এ পর্যন্ত ৩ পুলিশ সদস্যসহ আহত হয়েছে অন্তত ১৪ জন। শৈলকুপার গাড়াগঞ্জ মিছিল থেকে আটক করা হয়েছে বিএনপির ২ কর্মীকে। আহত ৩ পুলিশ সদস্যের মধ্যে দু’জনের নাম জানা গেছে। এরা হল কনস্টেবল আতিয়ার রহমান ও কামাল হোসেন।চুয়াডাঙ্গা, জীবননগর ও দামুড়হুদা : চুয়াডাঙ্গায় নাশকতা পরিকল্পনার অভিযোগে ২০ দলীয় জোটের ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় নাশকতা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে শাহাবুল নামে এক যুবদলকর্মীকে আটক করেছে পুলিশ।ঢাকা ছেড়ে আসা যাত্রীবাহী তিনটি নৈশ কোচ পুলিশ স্কয়াড দিয়ে জীবননগর শহর পার করার সময় অজ্ঞাত দুর্বৃত্তদল ওই বহরের ওপর দফায়-দফায় বোমা হামলা চালিয়েছে।ব্রাহ্মণবাড়িয়া ও কসবা : সোমবার দুপুরে ২ ঘণ্টা বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বিএনপিকর্মীরা দু’দিনে প্রায় ৫ শতাধিক ককটেল ছোড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন শতাধিক টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ে মারে। পুলিশ বিভিন্ন স্থান থেকে ৩০ জনকে গ্রেফতার করে।রাজবাড়ী : সোমবার বিকাল ও রাতে বিএনপির অঙ্গ সংগঠনের ৬ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। এরা হলেন পৌর এলাকার ভবানীপুরের জহির আহমেদ ও সুলতান আহমেদ, রামকান্তপুরের আবুল ফায়েজ, দেলায়ার হোসেন ও শামসুল আলম এবং কালুখালীর ওহিদুজ্জামান।কুষ্টিয়া ও ভেরামারা : ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনে কুষ্টিয়ায় কালো পতাকা মিছিল থেকে হামলা চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫টি অটো ভাংচুর করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা। এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে সংর্ঘষ হয়। পুলিশকে লক্ষ্য করে ৩টি ককটেল বিসেফারণ ঘটানো হয়।ছাত্রলীগ কুষ্টিয়া এনএস রোডের জেলা বিএনপি কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমির ব্যক্তিগত অফিস ভাংচুর করা হয়। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়। এর মধ্যে কুষ্টিয়া সদর থানার ১০ জন, খোকসা থানার দু’জন, কুমারখালী থানার দু’জন, ভেড়ামারা থানার একজন, মিরপুর থানার একজন, দৌলতপুর থানায় রয়েছে চারজন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ৩ জন।ভেড়ামারা উপজেলা কৃষক দলের সভাপতি রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।রংপুর : মিঠাপুকুরে পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় ৬ জন আহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২০ দলের ২৭ নেতাকর্মী আটক হন। কোতোয়ালি থানার ওসি কাদের জিলানী জানান, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।বরিশাল : বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় সোমবার সকাল থেকে বরিশাল নগরীতে অনুমতি ছাড়া সব ধরনের মিছিল মিটিং ও সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল করে বিএনপি। এ সময় মিছিলে ধাওয়াসহ নগরীর ও জেলার বিভিন্ন স্থান থেকে ২৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে রোববার থেকে ঢাকাগামী সব বাস-লঞ্চ বন্ধ করে দেয়া হয়। যার ফলে একরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মানুষজন।গণগ্রেফতার : এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানা ও জেলার অন্যান্য থানায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতার আশংকায় ও সন্দেহভাজন ২৪ জনকে আটক করেছে। এর মধ্যে কাউনিয়া থানায় ১১ জন, বিমানবন্দর থানায় ৫ জন, কোতোয়ালি মডেল থানায় ২ জন, বন্দর থানায় ২ জন, মুলাদী থানায় ২ জন ও উজিরপুর থানায় ২ জনকে আটক করা হয়েছে। এরা হল- কাউনিয়া থানায় মহানগর বাস্তুহারা দলের আহ্বায়ক শহিদুল ইসলাম বাবুল তালুকদার, মহানগর ছাত্রদলের সদস্য তারিকুল ইসলাম ঝুনু, বাকেরগঞ্জের ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর যুবদল সভাপতি খলিলুর রহমান, বিএনপি কর্মী আবদুল করীম খান, সোহাগ সিকদার, রাশেদ, হাসান মাহমুদ রিপন, কোতোয়ালি মডেল থানায় বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. খবির, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিকদার, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির, বিএনপি ও ছাত্রদল কর্মী মো. নাসির উদ্দিন মাস্টার, রুহুল আমিন গাজী, কাওছার হোসেন, মুলাদী থানায় পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঢালী, উপজেলা ছাত্রদল কর্মী রিপন মৃধা, উজিরপুর থানায় বিএনপি কর্মী হবির খান ও যুবদল কর্মী নজরুল ফকির।ফরিদগঞ্জ : ফরিদগঞ্জে সোমবার সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের টিএন্ডটি এলাকায় এবং কেরোয়া রোডে আওয়ামী লীগ, বিএনপি এবং পুলিশের ত্রিমুখী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে শিশুসহ ৪ জন গুলিবিদ্ধ এবং অন্তত ৫০ জন আহত হয়েছে। পুলিশ এ সময় ১৯ রাউন্ড শটগানের এবং ১ রাউন্ড গ্যাস গানের গুলি ছোড়ে। গুলিবিদ্ধ শিশু আবু তাহের, ছাত্রদল নেতা মানিক, ছাত্রদল নেতা হুমায়ুনকে চাঁদপুর সদর হাসপাতালে এবং প্রজন্ম দলের জুয়েল রানাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশংকাজনক অবস্থায় দুপুরে শিশু আবু তাহেরকে চাঁদপুর থেকে ঢাকা রেফার করা হয়েছে।নাশকতা সৃষ্টির আশংকায় গত ৪৮ ঘণ্টায় ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক উপজেলার বিভিন্ন স্থান থেকে যুবদলের যুগ্ম আহ্বায়কসহ অন্তত ৭ জনকে আটক করেছে। আটককৃত ৭ জন হচ্ছে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. টুটুল পাটোয়ারী, মাহবুব আলম, মনির হোসেন পাটোয়ারী, আ. রাজ্জাক রিপন, মো. আরিফ হোসেন, জসিম উদ্দিন ও পিংকু কাজী।গাইবান্ধা : গাইবান্ধায় ২০ দলীয় জোটের উদ্যোগে সোমবার কালো পতাকাসহ একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রোববার রাতে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাওছুল আজম ডলারকে শহরের পলাশপাড়ার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে।বরগুনা : সোমবার সকালে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে পুলিশি ব্যারিকেডের মধ্যে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।পিরোজপুর : বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় ‘সময় টিভির’ সাংবাদিক জিয়াউল আহসানের ওপর হামলা করা হয়। উভয় গ্র“পের হামলা থামাতে পুলিশ শটগানের ১৯ রাউন্ড ফাঁকা গুলি ও ১২ রাউন্ড টিয়ার শেল বর্ষণ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় বলে অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ সংাবাদিকদের জানান।মৌলভীবাজার, কুলাউড়া ও কমলগঞ্জ : কুসুমবাগ এলাকায় সোমবার দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বে ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে কেন্দযুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মুকিত, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার রহমানসহ সাতজন আহত হন।কুলাউড়ায় বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ লাঠিচার্জ টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে সাবেক এমপি এমএম শাহীন ও তিন পুলিশ, এক সাংবাদিকসহ ১৩ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মইজ উদ্দিনসহ ৩ জনকে আটক করেছে। কমলগঞ্জে পুলিশ ছাত্রশিবির ও বিএনপির দুই কর্মীকে আটক করে।ফরিদপুর : জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। যুবদল সম্পাদক একেএম কিবরিয়া স্বপন, দেলোয়ার হোসেন দিলা, রাজিব হোসেনের নেতৃত্বে একটি মিছিল শহরের মহাকালী পাঠশালার মোড় থেকে বের হয়ে অনাথের মোড়ে গিয়ে শেষ হয়।মাদারীপুর : মাদারীপুর জেলা পুলিশ রোববার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহানদার আলী জাহান, পৌর বিএনপি নেতা মনিরুজ্জামান, কালকিনি উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুস সালামসহ বিএনপির ৩ নেতাকর্মীকে আটক করে। তবে বেলা ১১টায় সাধারণ সম্পাদক জাহান্দারকে শর্তসাপেক্ষে ছেড়ে দেয় পুলিশ।বান্দরবান : বান্দরবান জেলা শহরে আওয়ামী লীগের গণতন্ত্র রক্ষা দিবস ও বিএনপির গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে পৃথক স্থানে আয়োজিত কর্মসূচি চলাকালে উভয়পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্র্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক প্রথম দেশ পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক কাজী মজিবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, একই দলের শীর্ষ নেতা মজিবুর রশিদ এবং বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সাংবাদিক এইচএম সম্রাট উত্তেজিত শ্রমিক-যুবলীগ কর্মীদের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হয়েছেন।কেরানীগঞ্জ : চুনকুঠিয়া, জিনজিরা, শাক্তা, কলাতিয়া, হযরতপুরসহ বিএনপির বিভিন্ন অফিস ছিল তালাবদ্ধ। জিনজিরায় বিএনপির প্রধান কার্যালয়ে ভোর থেকেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।চাঁদপুর ও হাজীগঞ্জ : জেলার বিভিন্ন স্থানে আ’লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার বিকালে চাঁদপুর সরকারি কলেজ গেট এলাকায় আ’লীগের একটি মিছিলে বিএনপি সমর্থকরা ককটেলসহ ইটপাটকেল নিক্ষেপ করে।কচুয়া উপজেলার জগতপুর বাজারে দুপুরে আ’লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় দলের ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।হবিগঞ্জ : জেলার বাহুবলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার বিকালে ওই উপজেলার মিরপুর চৌমুহনায় বিএনপি একটি মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।টঙ্গী : টঙ্গীতে সোমবার দুপুর ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী সুরতরঙ্গ রোড এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের একটি জটিকা মিছিল থেকে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর ও ককটলে বিস্ফোরণের ঘটনা ঘটে।সাভার : সাভারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর সাভার বাসভবনে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। মো. সুমন নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এছাড়া অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে একটি পাম্পের ম্যানেজারসহ স্থানীয় বিএনপির ৭ জনকে জনকে গ্রেফতার করেছে পুলিশ।মধুপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দুই গ্র“পের ৯ বিএনপি নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বর্তমান ধনবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ফকির মাহবুব আনাম স্বপন গ্র“পের ভিপি এনামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক ধনবাড়ী কলেজের সাবেক জিএস এসএম সোবাহান, বিএনপি নেতা হাফিজুর রহমান, মিজানুর রহমান বাদল ও মজনু মিয়া।চিতলমারী : বাগেরহাটের চিতলমারীতে নাশকতার অভিযোগ এনে পুলিশ ছাত্রদলের ৩ কর্মীকে আটক করেছে। আটকৃতরা হলেন, আড়ুয়াবর্নী গ্রামের হাবিবুর খানের পুত্র রেফাত খান, চিতলমারী সদর বাজারের রফিকুল ইসলাম জেহাদের দুই পুত্র জয়নুল পারভেজ (সুমন) ও সাব্বির আহম্মেদ (রুপম)।জলঢাকা : রোববার রাতে অভিযান চালিয়ে আবদুল হাই নামে এক জামায়াতকর্মীকে বড়ঘাট নামক এলাকা থেকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। www.24banglanewspaper.com
দফায় দফায় সংঘর্ষে আহত ৭ শতাধিক : আটক ৮শ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত গণতন্ত্র হত্যা দিবস ও তাকে অবরুদ্ধ করার প্রতিবাদে ডাকা ২০ দলের কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হাতাহাতি, ধাওয়াপাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারায়ণগঞ্জ, খুলনা, পাবনা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে ২০ দলের ৭ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে তাদের ৮ শতাধিক নেতাকর্মীকে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জের পাশাপাশি কোনো কোনো স্থানে সরাসরি গুলি চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আবার কয়েকটি স্থানে ১৪ দলের নেতাকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে হামলা চালিয়েছে। সংঘর্ষে নারায়ণগঞ্জে একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা ম্যান আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফেনীতে বোমার আঘাতে এক স্কুলছাত্রের চোখ উপড়ে গেছে। এদিকে বেশির ভাগ জায়গায় ১৪ দলের নেতাকর্মীদের দখলে ছিল রাজপথ। যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর যশোর, মণিরামপুর, ঝিকরগাছা ও অভয়নগর : যশোরে পাঁচটি হাতবোমাসহ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জনিয়ার টিএস আইয়ুবসহ ৮২ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে বিএনপি-জামায়াতের ৪০ নেতাকর্মী রয়েছেন। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।সোমবার সকালে ডিবি পুলিশ শহরের ঘোপ এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে টিএস আইয়ুবের কাছ থেকে হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম ও লাইসেন্সকৃত পিস্তল উদ্ধার করেছে। এছাড়াও কোতোয়ালি থানা পুলিশ তরিকুল ইসলাম, শাহাবুদ্দিন সনি, নূর ইসলাম, নেছার আলী, জামাল হোসেন, রফি, মানিক, বাবু নামের আটজনকে আটক করেছে। বাঘারপাড়া থানা পুলিশ সিরাজুল ইসলাম ও কামাল হোসেন নামের দুই বিএনপিকর্মীকে আটক করেছে।মণিরামপুরের বিভিন্ন এলাকা থেকে জামায়াত-বিএনপির ১৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। যশোরের রাজপথে দাঁড়াতে পারেনি বিএনপি-জামায়াত। সোমবার দিনভর জেলা ও উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর মিছিল-সমাবেশে সরগম ছিল রাজপথ।জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ চলাকালে ছাত্রলীগের তিন কর্মী দলীয় প্রতিপক্ষের হাতে ছুরিকাহত হয়েছেন। সোমবার বিকালে শহরের চিত্রা মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।সিলেট, ওসমানীনগর ও ফেঞ্চুগঞ্জ : ফেঞ্চুগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত ও ৫২জনকে আটক করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দনকান্তি ধর জানান, সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রোকনুজ্জামান চৌধুরীসহ পাঁচ জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাত থেকেই পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালিয়েছে। দু’জন নেতাকেও গ্রেফতার করেছে।খুলনা : রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত মহানগরীসহ খুলনা জেলা থেকে পুলিশ বিএনপি ও জামায়াতের ৪৩ নেতাকর্মীকে আটক করেছে। অভিযানকালে ছয়টি বোমা ও জিহাদি বইসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। সোমবার বেলা সোয়া ১১টায় মহানগরীর পিটিআই মোড় থেকে বিএনপির মিছিল শুরু হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন, জামায়াত, ছাত্রশিবির, খেলাফত মজলিসসহ জোটের শরীক বিভিন্ন দলের নেতাকর্মী কালো পতাকা হাতে নিয়ে অংশ নেন।খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৪৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৩২ জন বিএনপির এবং ১১ জন জামায়াতের। মহানগরীর টুটপাড়া থেকে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীর কাছ থেকে ছয়টি বোমা ও জিহাদি বইসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে।আটককৃতরা হলেন খুলনা সদর থানা এলাকা থেকে জামায়াত নেতা ওলিউর রহমান, আবদুল কাদের, শিবিরকর্মী আ. আলিম, সাজিদ, মানাজির, মহানগর শিবিরের প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবীর, সোনাডাঙ্গা থানা এলাকা থেকে বিএনপির ডালিম গাজী, খালিশপুর থানা এলাকা থেকে বিএনপির বজলুর রহমানসহ ৪৩ জন।ময়মনসিংহ : শহরের চরপাড়া মেডিকেল কলেজ গেট এলাকায় রোববার বেলা আড়াইটার দিকে একটি মিছিল থেকে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে চালক ও এক শিশুসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় বাসের মালিক নিজাম উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় ছাত্রদল ও যুবদলের ১২ নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন।বগুড়া : বগুড়া শহরতলির বারপুর এলাকায় উত্তরবঙ্গ মহাসড়কে রোববার রাতে দুর্বৃত্তদের কয়েকটি পেট্রল বোমায় একটি চলন্ত আলুবোঝাই ট্রাক পুড়ে গেছে। আগুনে ট্রাকচালক পটল মিয়ার শরীর ঝলসে গেছে। সোমবার সকাল পর্যন্ত শহরতলির মাটিডালি, তিনমাথাসহ বিভিন্ন স্থানে নির্বিচারে অন্তত ২০টি বাস-ট্রাক ভাংচুর করা হয়। সোমবার দুপুরে বিএনপিসমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা কালো পতাকা হাতে মিছিল নিয়ে শহরের সাতমাথায় এলে সরকারদলীয় নেতাকর্মীরা লাঠিপেটা করেন। এতে চার থেকে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। রাতে পুলিশ জামায়াত-বিএনপির ৩৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। শহরে আলতাফুন্নেছা খেলার মাঠে ১৪৪ ধারা বলবৎ থাকায় শহর আওয়ামী লীগ শহরের সাতমাথায় এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সেন্ট্রাল স্কুল মাঠে তাদের সমাবেশ করেছে। শহরে বিজিবি, র্যাব সদস্যরা টহল দিচ্ছে। ১২টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে রয়েছেন। আহতরা হলেন সাবেক এমপি অ্যাডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট আতাউর রহমান খান, রফিকুল ইসলাম ও আবদুল মান্নানসহ ৫-৬ জন। বগুড়ার এএসপি (মিডিয়া) গাজিউর রহমান জানান, রোববার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবদুল মজিদ নয়নসহ বিএনপির ৩৭ জন ও জামায়াতের একজনকে গ্রেফতার করা হয়েছে।মানিকগঞ্জ ও সাটুরিয়া : মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ২৫ কর্মীসহ বিভিন্ন মামলায় ৫৬ জনকে আটক করা হয়েছে। রোববার রাতে ও সোমবার ভোরে এদের আটক করা হয়। সাটুরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাদ্দাম নামে বিএনপির এক ছাত্রনেতাকে আটক করেছে। সোমবার সাইফুল ইসলাম ও নাজির হোসেন নামের আরও দুজনকে আটক করে তাদের মানিকগঞ্জ আদালতে পাঠিয়েছে।রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ানসহ ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অন্য আহতদের মধ্যে জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পরেশ খীসা, জেলা তৃণমূল দলের সভাপতি জাহিদুল ইসলাম, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী, রাঙ্গামাটি কলেজ ছাত্রদল সভাপতি মো. সুজন, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাচ্চু মিয়ার নাম পাওয়া গেছে।সুনামগঞ্জ ও ধর্মপাশা : সুনামগঞ্জে আ’লীগ ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সংঘর্ষে সদর থানার উভয় দলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শহরের সদর মডেল থানার প্রধান ফটকে সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। ধর্মপাশা উপজেলায় অভিযান চালিয়ে উপজেলার হলিদাকান্দা গ্রামের সামনের সড়ক থেকে আবদুল কুদ্দুস, রমজান আলী ও আবদুর রশিদ নামের বিএনপি সমর্থিত তিন কর্মীকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ।দিনাজপুর : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও ২০ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৪ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে উত্তেজিত ছাত্রলীগ কর্মীরা বিএনপি উপজেলা কার্যালয়ে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করেছে। রাস্তায় থাকা ১০টি মোটরসাইকেল, ৭টি অটোবাইক ও বেশ কয়েকটি রিকশা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।সিরাজগঞ্জ ও উল্লাপাড়া : সিরাজগঞ্জে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২৫ জনসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিআর শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সোমবার উল্লাপাড়ার পূর্ব দেলুয়ারে বিএনপি-জামায়াত কর্মীদের হামলায় ১০ অওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়েছে।খাগড়াছড়ি : জেলায় বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ৩৭ জন আহত হয়েছে। এ সময় শহরের শাপলা চত্বর, ভাঙ্গাব্রিজ, পেঙ্গুইন মোড় এলাকায় থেমে থেমে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ও রাবার বুলেট ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি শহরে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়ি জেলায় আজ সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয়া হয়েছে।নেত্রকোনা ও পূর্বধলা : জেলা ছাত্রদলের সহ-সাহিত্য সম্পাদক খালিদ সাইফুল্লা মুন্নাসহ ২০ দলীয় জোটের ২৪ নেতাকর্মীকে রোববার রাতে গ্রেফতার করেছে পুলিশ। ৫ জানুয়ারি নাশকতার আশংকায় জেলার বিভিন্ন স্থানে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে।পূর্বধলায় রোববার রাতে উপজেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের পূর্বধলা ডিগ্রি কলেজ শাখার সহ-সভাপতি আশরাফুল আলম আনার নামে দুই ব্যক্তিকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।কক্সবাজার ও টেকনাফ : কক্সবাজার শহর, দক্ষিণ মিঠাছড়ি, টেকনাফসহ জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- রহমত উল্লাহ, ইকবাল ও আলাউদ্দিন, খাইরুল বশর, বাহারছড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মো. সেলিম ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন। সংঘর্ষে আহত হয়েছে ১০ জন।মেহেরপুর : নাশকতার আশংকায় জেলার বিভিন্ন এলাকা থেকে রোববার রাতে ১০ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।হবিগঞ্জ : জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার পর্যন্ত পুলিশ এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়।নারায়ণগঞ্জ, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দর : সকাল থেকে নারায়ণগঞ্জ শহর ও বন্দরে দফায় দফায় পুলিশ ও সরকারি দলের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি-জামায়াতের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, দলীয় নেতাকর্মী, সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। বন্দরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষে অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে একজন একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরাম্যান রয়েছেন। সোমবার বেলা ১১টায় বন্দরের নবীগঞ্জ এলাকায় সাবেক এমপি আবুল কালাম, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে কালো পতাকা মিছিল বের করে। ওই সময়ে পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সোনারগাঁয়ে সংঘর্ষে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মানিক, সোনারগাঁ থানা শ্রমিক দলের সভাপতি মুজিবুর রহমান ও ছাত্রদল কর্মী মোহনসহ ৫জন আহত হয়েছেন।কুমিল্লা : কুমিল্লায় নাশকতার আশংকায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। কুমিল্লা পুলিশ কন্ট্রোল রুমসহ বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী রয়েছেন। বিএনপিপন্থী শিক্ষক নেতা সেলিম ভূঁইয়ার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় অবস্থিত।পটুয়াখালী : জেলা বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে দলের সাধারণ সম্পাদকসহ অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রব মিয়া ,সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়। এছাড়া পুলিশ অভিযান চালিয়ে জেলায় মোট ১৪ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।জয়পুরহাট : নাশকতার আশংকায় রোববার রাতে জেলার জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা থেকে মোট ৬ বিএনপি, জামায়াত ও যুবদল নেতাকর্মীকে আটক করেছে করেছে পুলিশ।লক্ষ্মীপুর : বিএনপির মিছিলে ধাওয়া করে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিনসহ ৩ জন আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে তাদের আটক করা হয়। এছাড়াও রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিবিরের দুই কর্মীসহ আরও ২৬ জনকে আটক করা হয়।জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুর নেতৃত্বে শহরের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপশম হাসপাতাল এলাকায় পৌঁছলে পুলিশ ধাওয়া করে। এ সময় পৌর বিএনপি নেতা নিজাম উদ্দিনসহ ৩ জনকে আটক করা হয়।এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে অতর্কিত হামলা ও ফাঁকা গুলিবর্ষণ করেছে যুবদল কর্মীরা। এ সময় তাদের হামলায় আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীসহ তিনজন আহত হয়েছেন। মান্দারী এলাকায় বিএনপি কর্মীরা একটি মাল বোঝাই ট্রাক ভাঙচুর করে।পাবনা : আওয়ামী লীগ-বিএনপি ধাওয়াপাল্টা-ধাওয়া ও সংঘষের্র ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়। এ সময় ১০-১২টি ককটেল বিস্ফোরণ ও ৬টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড শর্টগানের ঘুলি ছোড়ে। ১০-১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা আবদুল হামিদ সড়কে রাখা দুটি প্রাইভেট কারসহ ৬টি গাড়ি ভাংচুর করে। জেলায় এদিকে পুলিশ নাশকতার আশংকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতকর্মী সমর্থকসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে।ফেনী : ছাত্রদলের কালো পতাকা মিছিল, গাড়ি ভাংচুর করেছে। পুলিশ এ সময় দাওয়া করে ৫ ছাত্রদল নেতাকর্মীকে আটক করেছে।দাগনভূঞা : দাগনভূঞা সোনাগাজী সংসদীয় আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার মামলায় পুলিশ ১১ জনকে অস্ত্রসহ সোনাগাজীর শাহজাহান কমপ্লেক্স ও রহিম উল্যাহ শপিং কমপ্লেক্স থেকে আটক করেছে।নোয়াখালী : পৌরবাজার ২০ দলের মিছিলে বাধা দিতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড টিয়ার শেল ছোড়ে। এ সময় ১০ জন গুলিবিদ্ধ ও গ্রেফতার হয়েছে ২৪ জন। আহতদের মধ্যে বিএনপি, ছাত্রদল, যুবদল কর্মী শামীম, শান্ত, শাহজাহান, বেলাল, সোহেল, মন্নান রয়েছেন।ভোলা : ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে দফায় দফায় ধাওয়াপাল্টা- ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে। এদিকে সংঘর্ষের স্থান থেকে ৩ জনসহ ১৭ জনকে আটক করা হয়েছে।ঝিনাইদহ : ঝিনাইদহে পুলিশ-বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়াপাল্টা-ধাওয়া, গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। শৈলকুপার শেখপাড়ায় পুলিশ সর্টগানের গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়েছে। এ পর্যন্ত ৩ পুলিশ সদস্যসহ আহত হয়েছে অন্তত ১৪ জন। শৈলকুপার গাড়াগঞ্জ মিছিল থেকে আটক করা হয়েছে বিএনপির ২ কর্মীকে। আহত ৩ পুলিশ সদস্যের মধ্যে দু’জনের নাম জানা গেছে। এরা হল কনস্টেবল আতিয়ার রহমান ও কামাল হোসেন।চুয়াডাঙ্গা, জীবননগর ও দামুড়হুদা : চুয়াডাঙ্গায় নাশকতা পরিকল্পনার অভিযোগে ২০ দলীয় জোটের ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় নাশকতা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে শাহাবুল নামে এক যুবদলকর্মীকে আটক করেছে পুলিশ।ঢাকা ছেড়ে আসা যাত্রীবাহী তিনটি নৈশ কোচ পুলিশ স্কয়াড দিয়ে জীবননগর শহর পার করার সময় অজ্ঞাত দুর্বৃত্তদল ওই বহরের ওপর দফায়-দফায় বোমা হামলা চালিয়েছে।ব্রাহ্মণবাড়িয়া ও কসবা : সোমবার দুপুরে ২ ঘণ্টা বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বিএনপিকর্মীরা দু’দিনে প্রায় ৫ শতাধিক ককটেল ছোড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন শতাধিক টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ে মারে। পুলিশ বিভিন্ন স্থান থেকে ৩০ জনকে গ্রেফতার করে।রাজবাড়ী : সোমবার বিকাল ও রাতে বিএনপির অঙ্গ সংগঠনের ৬ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। এরা হলেন পৌর এলাকার ভবানীপুরের জহির আহমেদ ও সুলতান আহমেদ, রামকান্তপুরের আবুল ফায়েজ, দেলায়ার হোসেন ও শামসুল আলম এবং কালুখালীর ওহিদুজ্জামান।কুষ্টিয়া ও ভেরামারা : ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনে কুষ্টিয়ায় কালো পতাকা মিছিল থেকে হামলা চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫টি অটো ভাংচুর করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা। এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে সংর্ঘষ হয়। পুলিশকে লক্ষ্য করে ৩টি ককটেল বিসেফারণ ঘটানো হয়।ছাত্রলীগ কুষ্টিয়া এনএস রোডের জেলা বিএনপি কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমির ব্যক্তিগত অফিস ভাংচুর করা হয়। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়। এর মধ্যে কুষ্টিয়া সদর থানার ১০ জন, খোকসা থানার দু’জন, কুমারখালী থানার দু’জন, ভেড়ামারা থানার একজন, মিরপুর থানার একজন, দৌলতপুর থানায় রয়েছে চারজন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ৩ জন।ভেড়ামারা উপজেলা কৃষক দলের সভাপতি রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।রংপুর : মিঠাপুকুরে পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় ৬ জন আহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২০ দলের ২৭ নেতাকর্মী আটক হন। কোতোয়ালি থানার ওসি কাদের জিলানী জানান, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।বরিশাল : বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় সোমবার সকাল থেকে বরিশাল নগরীতে অনুমতি ছাড়া সব ধরনের মিছিল মিটিং ও সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল করে বিএনপি। এ সময় মিছিলে ধাওয়াসহ নগরীর ও জেলার বিভিন্ন স্থান থেকে ২৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে রোববার থেকে ঢাকাগামী সব বাস-লঞ্চ বন্ধ করে দেয়া হয়। যার ফলে একরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মানুষজন।গণগ্রেফতার : এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানা ও জেলার অন্যান্য থানায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতার আশংকায় ও সন্দেহভাজন ২৪ জনকে আটক করেছে। এর মধ্যে কাউনিয়া থানায় ১১ জন, বিমানবন্দর থানায় ৫ জন, কোতোয়ালি মডেল থানায় ২ জন, বন্দর থানায় ২ জন, মুলাদী থানায় ২ জন ও উজিরপুর থানায় ২ জনকে আটক করা হয়েছে। এরা হল- কাউনিয়া থানায় মহানগর বাস্তুহারা দলের আহ্বায়ক শহিদুল ইসলাম বাবুল তালুকদার, মহানগর ছাত্রদলের সদস্য তারিকুল ইসলাম ঝুনু, বাকেরগঞ্জের ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর যুবদল সভাপতি খলিলুর রহমান, বিএনপি কর্মী আবদুল করীম খান, সোহাগ সিকদার, রাশেদ, হাসান মাহমুদ রিপন, কোতোয়ালি মডেল থানায় বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. খবির, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিকদার, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির, বিএনপি ও ছাত্রদল কর্মী মো. নাসির উদ্দিন মাস্টার, রুহুল আমিন গাজী, কাওছার হোসেন, মুলাদী থানায় পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঢালী, উপজেলা ছাত্রদল কর্মী রিপন মৃধা, উজিরপুর থানায় বিএনপি কর্মী হবির খান ও যুবদল কর্মী নজরুল ফকির।ফরিদগঞ্জ : ফরিদগঞ্জে সোমবার সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের টিএন্ডটি এলাকায় এবং কেরোয়া রোডে আওয়ামী লীগ, বিএনপি এবং পুলিশের ত্রিমুখী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে শিশুসহ ৪ জন গুলিবিদ্ধ এবং অন্তত ৫০ জন আহত হয়েছে। পুলিশ এ সময় ১৯ রাউন্ড শটগানের এবং ১ রাউন্ড গ্যাস গানের গুলি ছোড়ে। গুলিবিদ্ধ শিশু আবু তাহের, ছাত্রদল নেতা মানিক, ছাত্রদল নেতা হুমায়ুনকে চাঁদপুর সদর হাসপাতালে এবং প্রজন্ম দলের জুয়েল রানাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশংকাজনক অবস্থায় দুপুরে শিশু আবু তাহেরকে চাঁদপুর থেকে ঢাকা রেফার করা হয়েছে।নাশকতা সৃষ্টির আশংকায় গত ৪৮ ঘণ্টায় ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক উপজেলার বিভিন্ন স্থান থেকে যুবদলের যুগ্ম আহ্বায়কসহ অন্তত ৭ জনকে আটক করেছে। আটককৃত ৭ জন হচ্ছে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. টুটুল পাটোয়ারী, মাহবুব আলম, মনির হোসেন পাটোয়ারী, আ. রাজ্জাক রিপন, মো. আরিফ হোসেন, জসিম উদ্দিন ও পিংকু কাজী।গাইবান্ধা : গাইবান্ধায় ২০ দলীয় জোটের উদ্যোগে সোমবার কালো পতাকাসহ একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রোববার রাতে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাওছুল আজম ডলারকে শহরের পলাশপাড়ার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে।বরগুনা : সোমবার সকালে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে পুলিশি ব্যারিকেডের মধ্যে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।পিরোজপুর : বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় ‘সময় টিভির’ সাংবাদিক জিয়াউল আহসানের ওপর হামলা করা হয়। উভয় গ্র“পের হামলা থামাতে পুলিশ শটগানের ১৯ রাউন্ড ফাঁকা গুলি ও ১২ রাউন্ড টিয়ার শেল বর্ষণ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় বলে অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ সংাবাদিকদের জানান।মৌলভীবাজার, কুলাউড়া ও কমলগঞ্জ : কুসুমবাগ এলাকায় সোমবার দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বে ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে কেন্দযুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মুকিত, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার রহমানসহ সাতজন আহত হন।কুলাউড়ায় বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ লাঠিচার্জ টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে সাবেক এমপি এমএম শাহীন ও তিন পুলিশ, এক সাংবাদিকসহ ১৩ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মইজ উদ্দিনসহ ৩ জনকে আটক করেছে। কমলগঞ্জে পুলিশ ছাত্রশিবির ও বিএনপির দুই কর্মীকে আটক করে।ফরিদপুর : জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। যুবদল সম্পাদক একেএম কিবরিয়া স্বপন, দেলোয়ার হোসেন দিলা, রাজিব হোসেনের নেতৃত্বে একটি মিছিল শহরের মহাকালী পাঠশালার মোড় থেকে বের হয়ে অনাথের মোড়ে গিয়ে শেষ হয়।মাদারীপুর : মাদারীপুর জেলা পুলিশ রোববার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহানদার আলী জাহান, পৌর বিএনপি নেতা মনিরুজ্জামান, কালকিনি উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুস সালামসহ বিএনপির ৩ নেতাকর্মীকে আটক করে। তবে বেলা ১১টায় সাধারণ সম্পাদক জাহান্দারকে শর্তসাপেক্ষে ছেড়ে দেয় পুলিশ।বান্দরবান : বান্দরবান জেলা শহরে আওয়ামী লীগের গণতন্ত্র রক্ষা দিবস ও বিএনপির গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে পৃথক স্থানে আয়োজিত কর্মসূচি চলাকালে উভয়পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্র্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক প্রথম দেশ পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক কাজী মজিবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, একই দলের শীর্ষ নেতা মজিবুর রশিদ এবং বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সাংবাদিক এইচএম সম্রাট উত্তেজিত শ্রমিক-যুবলীগ কর্মীদের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হয়েছেন।কেরানীগঞ্জ : চুনকুঠিয়া, জিনজিরা, শাক্তা, কলাতিয়া, হযরতপুরসহ বিএনপির বিভিন্ন অফিস ছিল তালাবদ্ধ। জিনজিরায় বিএনপির প্রধান কার্যালয়ে ভোর থেকেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।চাঁদপুর ও হাজীগঞ্জ : জেলার বিভিন্ন স্থানে আ’লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার বিকালে চাঁদপুর সরকারি কলেজ গেট এলাকায় আ’লীগের একটি মিছিলে বিএনপি সমর্থকরা ককটেলসহ ইটপাটকেল নিক্ষেপ করে।কচুয়া উপজেলার জগতপুর বাজারে দুপুরে আ’লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় দলের ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।হবিগঞ্জ : জেলার বাহুবলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার বিকালে ওই উপজেলার মিরপুর চৌমুহনায় বিএনপি একটি মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।টঙ্গী : টঙ্গীতে সোমবার দুপুর ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী সুরতরঙ্গ রোড এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের একটি জটিকা মিছিল থেকে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর ও ককটলে বিস্ফোরণের ঘটনা ঘটে।সাভার : সাভারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর সাভার বাসভবনে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। মো. সুমন নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এছাড়া অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে একটি পাম্পের ম্যানেজারসহ স্থানীয় বিএনপির ৭ জনকে জনকে গ্রেফতার করেছে পুলিশ।মধুপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দুই গ্র“পের ৯ বিএনপি নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বর্তমান ধনবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ফকির মাহবুব আনাম স্বপন গ্র“পের ভিপি এনামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক ধনবাড়ী কলেজের সাবেক জিএস এসএম সোবাহান, বিএনপি নেতা হাফিজুর রহমান, মিজানুর রহমান বাদল ও মজনু মিয়া।চিতলমারী : বাগেরহাটের চিতলমারীতে নাশকতার অভিযোগ এনে পুলিশ ছাত্রদলের ৩ কর্মীকে আটক করেছে। আটকৃতরা হলেন, আড়ুয়াবর্নী গ্রামের হাবিবুর খানের পুত্র রেফাত খান, চিতলমারী সদর বাজারের রফিকুল ইসলাম জেহাদের দুই পুত্র জয়নুল পারভেজ (সুমন) ও সাব্বির আহম্মেদ (রুপম)।জলঢাকা : রোববার রাতে অভিযান চালিয়ে আবদুল হাই নামে এক জামায়াতকর্মীকে বড়ঘাট নামক এলাকা থেকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। www.24banglanewspaper.com