তার পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার মঙ্গলবার রাতে সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা
বলেন, খালেদা জিয়া আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গুলশান অফিসে অবরুদ্ধ আছেন।
পুলিশ তাকে বাসায় যেতে দিচ্ছে না। এ পরিস্থিতিতে তিনি কীভাবে আদালতে হাজিরা
দেবেন?
আইনজীবীরা বলেন, খালেদা জিয়ার অনেক আইনজীবী
এখন ফেরারি আসামি। এ অবস্থায় বিএনপি চেয়ারপারসনের আদালতে যাওয়া যুক্তিযুক্ত
হবে না। এ পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার নিরাপত্তাসহ অন্যান্য কারণ দেখিয়ে
পরবর্তী তারিখে হাজিরার জন্য আদালতের কাছে সময় চেয়ে আবেদন প্রস্তুত করা
হয়েছে বলে জানান তারা।
গত ২৪ ডিসেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৭ জানুয়ারি দিন ধার্য করেন।
ওইদিন
আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলাকালে খালেদা জিয়া পুরান
ঢাকার বকশীবাজার মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে পৌঁছান।<