ক্রিকেটার রুবেলকে নিয়ে হ্যাপির রিট খারিজ
রুবেল হোসেনকে বিশ্বকাপ ও জাতীয় দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিকেলে বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।এর আগে সোমবার হাইকোর্টে হ্যাপির পক্ষে তার আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ রিট দায়ের করেন।রিট আবেদনে রুল জারি ও রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রুবেলকে জাতীয় দল ও বিশ্বকাপ দল থেকে বাদ দিতে আদালতের নির্দেশনা চাওয়া হয়।গত ১৩ ডিসেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মিরপুর থানায় রুবেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন হ্যাপি। এদিকে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা ধর্ষণ মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের জামিন মঞ্জুর করেছে আদালত।মঙ্গলবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আশিকুর রহমানের আদালত জামিনের আদেশ দেন।গত ১৫ ডিসেম্বর উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। www.24banglanewspaper.com