বাংলাদেশের বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি রাজ্জাকের
২০১৫ ক্রিকেট বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় আগামীকাল। তার আগেই রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের জন্য ফর্ম ও অভিজ্ঞতা- এ দুটি বিষয় বিবেচনা করেছেন নির্বাচকরা। তাই খুব বেশি চমক নেই বিশ্বকাপ দলে। আলোচনায় থাকা খেলোয়াড়রাই সুযোগ পেয়েছেন। মাশরাফি মুর্তজার নেতৃত্বে ১৫ জনের দলে নয়জন নতুন। তাদের মধ্যে সৌম্য সরকার ও আরাফাত সানি রয়েছেন। আবদুর রাজ্জাকের বাদ পড়াটা চমক। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সফল হওয়ার পর মাশরাফিই বিশ্বকাপে অধিনায়ক হবেন বলে ধারণা করা হয়েছিল। রোববার সেটাই ঘোষণা দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তার ডেপুটি হিসেবে থাকবেন সাকিব আল হাসান। বিশ্বকাপ দলে মাশরাফি ও সাকিবের সঙ্গে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, এনামুল হক ও মুমিনুল হকের থাকাটা নিশ্চিত ছিল। সদ্যসমাপ্ত ঢাকা প্রিমিয়ার লীগে দুর্দান্ত পারফর্ম করা নাসির হোসেনেরও দলে ফেরাটা অনুমিতই ছিল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কন্ডিশন বিবেচনায় দলে রাখা হয়েছে চার পেসার মাশরাফি, রুবেল হোসেন, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদকে। পেস অলরাউন্ডার হিসেবে রয়েছেন সৌম্য সরকার। সাকিব আল হাসানের সঙ্গে স্পিন আক্রমণে আছেন তাইজুল ইসলাম ও আরাফাত সানি। অভিজ্ঞ আবদুর রাজ্জাকের বাদ পড়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘রাজ্জাক লম্বা সময় দলকে সার্ভিস দিয়েছে। তার প্রতি সম্মান রাখছি। তার ক্ষেত্রে ফর্ম ও ফিল্ডিংটাকে গুরুত্ব দিয়েছি। ফিল্ডিং ও ফিটনেসের কথা বিচেনা করে তাকে দলে রাখা হয়নি।’ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সাব্বির রহমান ভালো খেলেছেন। ঢাকা প্রিমিয়ার লীগেও ভালো করেছেন তিনি। বিশ্বকাপ দলে তার থাকাটা তাই স্বাভাবিক। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে অভিষেক হয় সৌম্য সরকারের। বিশ্বকাপ দল ঘোষণার আগে ৯৭ রান করে প্রিমিয়ার ব্যাংককে ঢাকা লীগ জিতিয়েছেন তিনি। ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবে বিশ্বকাপের একাদশ আসর। ‘এ’ গ্রুপে বাংলাদেশের ছয় প্রতিপক্ষ- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলংকা, আফগানিস্তান ও স্কটল্যান্ড। ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে তাদের বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল : মাশরাফি মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, নাসির হোসেন, মুমিনুল হক, এনামুল হক, আল-আমিন হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আরাফাত সানি, সৌম্য সরকার ও সাব্বির রহমান।www.24banglanewspaper.com