পর্তুগিজ
ফুটবল বিস্ময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গত বছরের (২০১৪ সাল) ইউরোপসেরা
ফুটবলার হিসেবে বিবেচিত হয়েছেন। ইউরোপিয়ান স্পোর্টস রিপোর্টারদের দেয়া
ভোটের মাধ্যমে ইউরোপ বর্ষসেরা ফুটবলার হিসেবে দ্বিতীয়বারের মতো নিজের দখলে
নিয়েছেন এ পুরস্কারটি। উরুগুয়ের বিখ্যাত পত্রিকা এল পাইসের একটি জরিপ
সম্পন্ন হয় গত মঙ্গলবার। আর তাতেই প্রকাশিত হয় রোনাল্ডোর শীর্ষে থাকার
বিষয়টি। ইউরোপের ১৪৪ জন বিখ্যাত স্পোর্টস রিপোর্টারদের নিয়ে গঠিত প্যানেলের
ভোটে রিয়াল তারকা রোনাল্ডো পেয়েছেন ৮৯ ভোট। যেখানে জার্মানির বিশ্বকাপজয়ী
গোলরক্ষক ম্যানুয়েল নুয়ার দুইয়ে আর বার্সেলোনার তারকা লিওনেল মেসি তিন
নম্বর স্থানটি পেয়েছেন।
বায়ার্ন মিউনিখের গোলরক্ষক পেয়েছেন ১৯
ভোট। আর আর্জেন্টাইন অধিনায়ক মেসি পেয়েছেন মাত্র ১৬ ভোট। এ তিনজন ফুটবলারই
রয়েছেন এবারের ব্যালন ডিঅরের সংক্ষিপ্ত তালিকায়- যা প্রকাশিত হবে ১২
জানুয়ারি। আরেক ক্যাটাগরিতে আর্জেন্টাইন দিয়েগো সিমিওনে জিতেছেন বর্ষসেরা
কোচের পুরস্কারটি। সিমিওনে বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে কোচিংয়ে
নিয়োজিত রয়েছেন। তিনি ৬৮ ভোট পেয়ে এ পুরস্কারটি জিতেছেন। ওয়েবসাইট।www.24banglanewspaper.com