নববর্ষের প্রথম দিনে বৃহস্পতিবার রাজধানীতে পৃথক ৫ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। এদের মধ্যে ভাটারায় নিহত হয়েছেন তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত সোহাগ ও তার বন্ধু শ্রমিক লীগ বনানী থানার যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। এ ছাড়া মতিঝিলে দুই বাসের চাপায় আফতাব গ্র“পের সহকারী হিসাবরক্ষক রঞ্জন দেবনাথ, টিটিপাড়ায় প্রিন্টিং ব্যবসায়ী সাঈদ আকন্দ, দারুস সালামে গাড়ি ব্যবসায়ী আমির হোসেন বাবু ও কামরাঙ্গীরচরে দুলাল নামে মেটাডোর কোম্পানির শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ভাটারায় ছাত্র নেতাসহ নিহত ২ : ভাটারা থানার ওসি সারোয়ার হোসেন জানান, বুধবার রাতে নর্দা ওভার ব্রিজের নিচে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সোহাগ ও মিরাজ নিহত হন। রাত ৪টার দিকে উত্তরা থেকে মিরাজুল ও সোহাগ মোটরসাইকেলযোগে ভাটারা নর্দা ব্রিজের নিচে আসার পর পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহাগ মারা যান। গুরুতর আহত মিরাজুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। পুলিশের ধারণা ওই সময় তারা মদ্যপ অবস্থায় ছিল। ময়নাতদন্ত শেষে সেটা নিশ্চিত হওয়া যাবে।নিহত শ্রমিক লীগ নেতা মিরাজুল ইসলামের ছোট ভাই মফিদুল ইসলাম জানান, তার ভাই বনানী থানার জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি নর্দা কালাচাঁদপুরে থাকতেন। বাগেরহাটের মোল্লাহাটে তাদের বাড়ি।সোহাগের স্ত্রী ফারজানা বেগম মুক্তা জানান, তার স্বামী তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এবার তিতুমীর থেকে মাস্টার্স পাস করে সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি পরীক্ষা দিয়েছিলেন। মধ্য বাড্ডার শাহাবুদ্দিন মোড়ে তাদের বাসা। সোহাগ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের শহীদুল ইসলাম সেলিমের ছেলে।দারুস সালামে গাড়ি ব্যবসায়ী নিহত : বুধবার রাতে দারুস সালাম থানার দারুস সালাম টাওয়ারের সামনে ট্রাক চাপায় নিহত হয়েছে গাড়ি ব্যবসায়ী আমির হোসেন বাবু। তার বাসা ৩৭/২, পুরানা পল্টনের কালর্ভট রোড এলাকায়। তিনি কাকরাইলের অটোজ্যানিন নামে একটি রিকন্ডিশন গাড়ির শোরুমের মালিক। রাত ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।মতিঝিলে দুই বাসের চাপায় নিহত ১ : মতিঝিলের শাপলা চত্বরে দুই বাসের চাপায় রঞ্জন দেবনাথ যাত্রাবাড়ীর ৮১৫/এ দনিয়া রোডের বাসায় থাকেন। তার স্ত্রী বীণা বিশ্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সিনিয়র নার্স। বীণা বিশ্বাস জানান, রঞ্জন মতিঝিলে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পাশাপাশি দুটি বাস দুই দিক থেকে তাকে চাপা দেয়।টিটিপাড়ায় প্রিন্টিং ব্যবসায়ী : অপর ঘটনায় কমলাপুরের টিটিপাড়া রেলক্রসিংয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাঈদ আকন্দ নামে এক প্রিন্টিং ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি জামালপুর সদর উপজেলার বকুলতলা গ্রামের মতিউর রহমান আকন্দের ছেলে।শ্রমিক নিহত : অপর ঘটনায় কামরাঙ্গীরচরে ট্রাকের চাপায় দুলাল হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি মেটাডোর কোম্পানির কারখানায় চাকরি করতেন। নিহতের বন্ধু আবুল হাশেম জানান, দুলাল নববর্ষ উপলক্ষে গান-বাজনা করার জন্য কামরাঙ্গীরচরের বাসা থেকে সাউন্ডবক্স নিয়ে আজিমপুর ফিরছিলেন। পথে রাত ১২টার দিকে একটি ট্রাক চাপা দেয় দুলালকে। ঘটনাস্থলেই তিনি মারা যান। www.24banglanewspaper.com
ভাটারায় ছাত্রদল নেতাসহ রাজধানীতে নিহত ৬
নববর্ষের প্রথম দিনে বৃহস্পতিবার রাজধানীতে পৃথক ৫ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। এদের মধ্যে ভাটারায় নিহত হয়েছেন তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত সোহাগ ও তার বন্ধু শ্রমিক লীগ বনানী থানার যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। এ ছাড়া মতিঝিলে দুই বাসের চাপায় আফতাব গ্র“পের সহকারী হিসাবরক্ষক রঞ্জন দেবনাথ, টিটিপাড়ায় প্রিন্টিং ব্যবসায়ী সাঈদ আকন্দ, দারুস সালামে গাড়ি ব্যবসায়ী আমির হোসেন বাবু ও কামরাঙ্গীরচরে দুলাল নামে মেটাডোর কোম্পানির শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ভাটারায় ছাত্র নেতাসহ নিহত ২ : ভাটারা থানার ওসি সারোয়ার হোসেন জানান, বুধবার রাতে নর্দা ওভার ব্রিজের নিচে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সোহাগ ও মিরাজ নিহত হন। রাত ৪টার দিকে উত্তরা থেকে মিরাজুল ও সোহাগ মোটরসাইকেলযোগে ভাটারা নর্দা ব্রিজের নিচে আসার পর পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহাগ মারা যান। গুরুতর আহত মিরাজুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। পুলিশের ধারণা ওই সময় তারা মদ্যপ অবস্থায় ছিল। ময়নাতদন্ত শেষে সেটা নিশ্চিত হওয়া যাবে।নিহত শ্রমিক লীগ নেতা মিরাজুল ইসলামের ছোট ভাই মফিদুল ইসলাম জানান, তার ভাই বনানী থানার জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি নর্দা কালাচাঁদপুরে থাকতেন। বাগেরহাটের মোল্লাহাটে তাদের বাড়ি।সোহাগের স্ত্রী ফারজানা বেগম মুক্তা জানান, তার স্বামী তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এবার তিতুমীর থেকে মাস্টার্স পাস করে সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি পরীক্ষা দিয়েছিলেন। মধ্য বাড্ডার শাহাবুদ্দিন মোড়ে তাদের বাসা। সোহাগ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের শহীদুল ইসলাম সেলিমের ছেলে।দারুস সালামে গাড়ি ব্যবসায়ী নিহত : বুধবার রাতে দারুস সালাম থানার দারুস সালাম টাওয়ারের সামনে ট্রাক চাপায় নিহত হয়েছে গাড়ি ব্যবসায়ী আমির হোসেন বাবু। তার বাসা ৩৭/২, পুরানা পল্টনের কালর্ভট রোড এলাকায়। তিনি কাকরাইলের অটোজ্যানিন নামে একটি রিকন্ডিশন গাড়ির শোরুমের মালিক। রাত ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।মতিঝিলে দুই বাসের চাপায় নিহত ১ : মতিঝিলের শাপলা চত্বরে দুই বাসের চাপায় রঞ্জন দেবনাথ যাত্রাবাড়ীর ৮১৫/এ দনিয়া রোডের বাসায় থাকেন। তার স্ত্রী বীণা বিশ্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সিনিয়র নার্স। বীণা বিশ্বাস জানান, রঞ্জন মতিঝিলে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পাশাপাশি দুটি বাস দুই দিক থেকে তাকে চাপা দেয়।টিটিপাড়ায় প্রিন্টিং ব্যবসায়ী : অপর ঘটনায় কমলাপুরের টিটিপাড়া রেলক্রসিংয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাঈদ আকন্দ নামে এক প্রিন্টিং ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি জামালপুর সদর উপজেলার বকুলতলা গ্রামের মতিউর রহমান আকন্দের ছেলে।শ্রমিক নিহত : অপর ঘটনায় কামরাঙ্গীরচরে ট্রাকের চাপায় দুলাল হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি মেটাডোর কোম্পানির কারখানায় চাকরি করতেন। নিহতের বন্ধু আবুল হাশেম জানান, দুলাল নববর্ষ উপলক্ষে গান-বাজনা করার জন্য কামরাঙ্গীরচরের বাসা থেকে সাউন্ডবক্স নিয়ে আজিমপুর ফিরছিলেন। পথে রাত ১২টার দিকে একটি ট্রাক চাপা দেয় দুলালকে। ঘটনাস্থলেই তিনি মারা যান। www.24banglanewspaper.com