রিপোর্টারপ্রকাশ : ০২ জানুয়ারি, ২০১৫
জাতীয় পুরুষ হ্যান্ডবলের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুধু শিরোপা ধরে রাখাই নয়, পুরুষ হ্যান্ডবলের দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতাও বজায় রেখেছে তারা। বৃহস্পতিবার শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আহমেদ হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিজিবি ৪১-৩১ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। জাতীয় পুরুষ হ্যান্ডবলের ২৪ আসরের ২৩টিতেই শিরোপা জেতার রেকর্ডটি নিজেদের করে নিল বিজিবি। বাংলাদেশ আনসার ৩৯-২৪ গোলে চাঁপাইনবাবগঞ্জকে হারিয়ে তৃতীয় হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজিবির মীর খায়রুজ্জামান। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। এ সময় ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর উপস্থিত ছিলেন।www.24banglanewspaper.com
জাতীয় পুরুষ হ্যান্ডবলের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুধু শিরোপা ধরে রাখাই নয়, পুরুষ হ্যান্ডবলের দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতাও বজায় রেখেছে তারা। বৃহস্পতিবার শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আহমেদ হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিজিবি ৪১-৩১ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। জাতীয় পুরুষ হ্যান্ডবলের ২৪ আসরের ২৩টিতেই শিরোপা জেতার রেকর্ডটি নিজেদের করে নিল বিজিবি। বাংলাদেশ আনসার ৩৯-২৪ গোলে চাঁপাইনবাবগঞ্জকে হারিয়ে তৃতীয় হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজিবির মীর খায়রুজ্জামান। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। এ সময় ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর উপস্থিত ছিলেন।www.24banglanewspaper.com
![]() |
BGB |