শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫

বঙ্গবন্ধু কাপ বাংলাদেশ দলের অনুশীলন শুরু


বিকেএসপিতে শুরু হল জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার এই ক্যাম্প শুরু হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে দলের কোচ সাইফুল বারী টিটুর কাছে দুপুরে রিপোর্ট করেন ২৩ ফুটবলার। এরপর বিকেলে বিকেএসপিতে অনুশীলন করেন তারা। ২৬ জনের প্রাথমিক স্কোয়াডের অধিনায়ক মামুনুল ইসলাম, প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া ও মোনায়েম খান রাজু রিপোর্ট করতে পারেননি। মামুনুলের জ্বর থাকায় তিনি কাল ক্যাম্পে যোগ দেননি। বাকি দুজন ব্যক্তিগত কারণে ক্যাম্পে যোগ না দিলেও দুয়েকদিনের মধ্যে যোগ দেবেন। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড- মাজহারুল ইসলাম, রায়হান হাসান, লিংকন, নাসির উদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, মোনায়েম খান রাজু, মামুনুল ইসলাম, সোহেল রানা, তকলিস আহমেদ, শাখাওয়াত রনি, জামাল ভূইয়া, শহিদুল আলম, রুবেল মিয়া, আতিকুর রহমান মিশু, নাসিরুল ইসলাম নাসির, জাহিদ হোসেন, তপু বর্মণ, ওয়াহেদ আহমেদ, আরিফুল ইসলাম, জাহিদ হাসান এমিলি, হেমন্ত কুমার ভিনসেন্ট, রাসেল মাহমুদ লিটন, মিঠুন চৌধুরী, আতিকুর রহমান ফাহাদ ও আমিনুল ইসলাম সজিব।www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings