শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০১৫

বিশ্ব ইজতেমা চলাকালেও অবরোধ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরুদ্ধ এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার হওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ব ইজতেমা চলার সময়ও অবরোধ কর্মসূচি চালিয়ে যেতে পারে বিএনপি! তবে বিশ্ব ইজতেমাস্থল এবং এ সংশ্লিষ্ট যানবাহন অবরোধের আওতামুক্ত রাখা হবে। মঙ্গলবার রাত পর্যন্ত বিএনপির নীতিনির্ধারকরা এমন সিদ্ধান্তে অটল রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে তবে দলের নীতিনির্ধারণী পর্যায়ের কয়েকজন জানান, অবরোধ স্থগিত করা হলে ঢাকায় আবারও সমাবেশ করার চিন্তাভাবনা রয়েছে তাদের। বিষয়টি নিয়ে যে কোনো মাধ্যমে দলের চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করা হবে। তারপরই নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আজকের মধ্যেই দলের পক্ষ থেকে পরবর্তী করণীয় জানানো হতে পারে।বিএনপির কয়েকজন নীতিনির্ধারক জানান, এখন তাদের পিছু হটার সময় নেই। সরকার বাধ্য না করলে তারা কর্মসূচি দিতেন না। ইজতেমার বিষয়টি স্পর্শকাতর হলেও তারা মনে করছেন, তাদের ধর্মানুভূতি নিয়ে মানুষের মাঝে প্রশ্ন নেই। এটা নিয়ে কেউ রাজনীতি করতে চাইলে ঠিক হবে না। আওয়ামী লীগও ইজতেমার সময় হরতাল করেছিল বলেও যুক্তি তাদের।বিএনপি নেতাদের মতে, বিশ্ব ইজতেমার কারণে কর্মসূচির গ্যাপ দিলে সরকার ওই সময় তাদের নেতাকর্মীদের ব্যাপকহারে গ্রেফতার করতে পারে। এতে আন্দোলনে বাধা আসবে। আন্দোলনের তীব্রতাও কমে আসবে। এসব দিক বিবেচনা করে টানা কর্মসূচি চালিয়ে যেতে খালেদা জিয়াকে পরামর্শ দেন তারা।অবশ্য, দলের কেউ কেউ কয়েকদিনের মধ্যে ঢাকাসহ সারা দেশে মহাসমাবেশ ডাকার পরমর্শ দিয়েছেন। তাদের মতে, এর ফলে সরকারই সারা দেশের সঙ্গে ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলবে। এতে ইজতেমায় কোনো প্রভাব পড়লে তার দায় তাদের নিতে হবে না।এদিকে মঙ্গলবার দুপুর ৩টার দিকে এ বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশান কার্যালয়ে গেলেও তার দেখা পাননি তাবলিগ জামাতের একটি প্রতিনিধিদল। খালেদা জিয়া অসুস্থ থাকায় বিএনপি নেতারা তাদের সঙ্গে কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেন।তারা জানান, পিপার স্প্রের পর থেকে খালেদা জিয়া অসুস্থ। তার কণ্ঠনালীতে সমস্যা হয়েছে। তিনি কথা বলতে পারছেন না।বিএনপি নেতারা প্রতিনিধিদলকে বলেন, আজকের এ অবস্থার জন্য সরকার দায়ী। আমরা দেশ বাঁচাতে অবরোধ দিতে বাধ্য হয়েছি। আপনারা সরকারের সঙ্গে কথা বলেন। তারা স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করলে হরতাল-অবরোধের প্রয়োজন পড়বে না। এদিকে দুপুরে ইফতেখার আহমেদের নেতৃত্বে আরও একটি দল তাবলিগ জামাতের পরিচয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার কার্যালয়ের মূল ফটকে এলে ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি পুলিশ।ইফতেখার আহমেদ সাংবাদিকদের জানান, বিশ্ব ইজতেমার দাওয়াত দিতে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতেই খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তারা। কিন্তু অনুমতি না থাকায় তিনি এবং তার দলের কেউ ভেতরে ঢুকতে পারেননি।www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings