শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

সোমবার, ৫ জানুয়ারী, ২০১৫

শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ ছাড়বেন না


প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করে বিএনপির নেতাকর্মীদের ঘরে ফিরতে বলেছেন যুক্তরাজ্যে থাকা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে তিনি দলের নেতাকর্মীদের প্রতি সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রোববার পূর্ব লন্ডনের এট্রিয়াম হলে স্থানীয় সময় সন্ধ্যায় এক সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এ আহ্বান জানান। গত বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা ও কালো দিবস শীর্ষক এই সভার আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি।সভায় তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তোমাদের মাকে যদি কেউ তোমাদের কাছে আসতে না দেয়, তাহলে সন্তান হিসেবে তোমাদের কী করা উচিত? মাকে মুক্ত করা। সারা দেশের একটি এলাকা থেকে আরেকটি এলাকা এবং ঢাকার ভেতরে একটি জায়গা থেকে আরেক জায়গাকে বিচ্ছিন্ন করে দেয়ার পরামর্শও দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, যখন খবর পাবেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, ঠিক তখনই রাজপথ ছাড়বেন। গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের আগে তারেক রহমান এক ভিডিও বার্তা পাঠিয়ে নির্বাচন ঠেকাতে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন।লন্ডনের সভায় হলভর্তি নেতাকর্মীদের অনুরোধে শুরুতেই বক্তব্য দেন তারেক রহমান। বক্তব্যের ফাঁকে কয়েকবার জিজ্ঞেস করে নিশ্চিত হন যে, এই সভার কার্যক্রম বাংলাদেশে সরাসরি দেখানো হচ্ছে। স্লোগানরত নেতাকর্মীদের কয়েকবার বলেন, এই তোমরা থাম, দেশের মানুষকে শুনতে দাও।তারেক রহমান বলেন, আজ আমাদের নেতাকর্মীরা রাস্তায়, তাদের গন্তব্য একটি। সেটি হচ্ছে দেশকে মুক্ত করা, গণতন্ত্রকে ফিরিয়ে আনা। এই আন্দোলন থেমে গেলে দেশ ও দেশের মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মন্তব্য করে তিনি বলেন, আন্দোলনে নিরীহ মানুষের যাতে ক্ষতি না হয়, সেদিকে সতর্ক থাকবেন।রোববারের সভায় তারেক রহমান অভিযোগ করেন, শেখ মুজিব বাংলাদেশে হত্যা এবং দুর্নীতির রাজনীতি শুরু করেছিল, বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিল এবং র?ক্ষীবাহিনী গঠন করে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করেছিল। বাবার মতো মেয়ে শেখ হাসিনাও একই কায়দায় বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে সেনাবাহিনীকে ধ্বংস করেছে এবং ৫ জানুয়ারি তামাশার নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করেছে।পুলিশ ও র‌্যাব ছাড়া আওয়ামী লীগ চলতে পারে না মন্তব্য করে তারেক রহমান বলেন, দু-একটি বিশেষ অঞ্চলের লোক দিয়ে পুলিশ বাহিনীকে চালানো হচ্ছে। তিনি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এই দেশ আপনাদের কাছে জনগণের পবিত্র আমানত। অন্যায় আদেশ মানবেন না। বেটার বাংলাদেশ গড়ার প্রতিশ্র“তি দিয়ে তিনি তরুণ প্রজন্মের প্রতি ফেসবুক বাদ দিয়ে দেশ রক্ষার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।২০০৮ সালে এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিশেষ বিবেচনায় কারাগার থেকে ছাড়া পেয়ে তারেক রহমান চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। অর্থপাচার ও ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বেশ কয়েকটি মামলার ফেরারি আসামি তিনি। ইতিহাস বিকৃতির অভিযোগে দেশের বিভিন্ন জেলায় তার নামে ৪০টির বেশি মামলা হয়েছে।www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings