পিরোজপুরের কাউখালীতে র্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' সবুজ বাহিনীর
প্রধান 'দস্যু' সবুজ(৪২) নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে সাতটার
দিকে কাউখালী শহরের কাউখালী মহাবিদ্যালয় মাঠে র্যাব ও সন্ত্রাসী বাহিনীর
সাথে 'বন্দুকযুদ্ধের' সময় র্যাবের পাল্টা গুলিতে সে নিহত হয়েছে বলে বরিশাল
র্যাব-৮ দাবি করেছে।
এসময় র্যাব সদস্যরা ঘটনাস্থল হতে একটি
পিস্তল, একটি কাটা রাইফেল, পাঁচটি ককটেল ও গুলির খোসা উদ্ধার করে। নিহত
সবুজ পার্শ্ববর্তী ঝালকাঠির রাজাপুর উপজেলার শুতাগর গ্রামের আব্দুল আউয়াল
হাওলাদারের ছেলে।
র্যাব-৮ এর ক্যাপ্টেন মো.বাশার
জানান,র্যাবের একটি টহলদল মোটর সাইকেলযোগে শুক্রবার রাত পৌনে সাতটার দিকে
কাউখালীতে টহল দিচ্ছিলেন। এসময় শহরের কাউখালী মহাবিদ্যালয় মাঠে ৪-৫জনের
একটি দলকে গোপন বৈঠক করতে দেখেন। র্যাব সদস্যরা মাঠের দিকে এগিয়ে গেলে
সন্ত্রাসীরা র্যাবের ডিএডি মো. রুহুল আমীনকে লক্ষ্য করে গুলি চালায়। বুলেট
প্রুফ জ্যাকেট থাকায় তিনি প্রাণে রক্ষা পান। এরপর র্যাব সদস্যরা পাল্টা
গুলি চালালে সন্ত্রাসীরা বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালাতে থাকে। এসময়
র্যাবের গুলিতে সবুজ ঘটনাস্থলে নিহত হন।www.24banglanewspaper.com