শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪

বিষক্রিয়া ও সংক্রামক ব্যাধির ওপর দুদিন ব্যাপী ৩য় জাতীয় সম্মেলন শুরু সিলেটে

দুদিনব্যাপী বিষক্রিয়া ও সংক্রামক ব্যাধির ওপর ৩য় জাতীয় সম্মেলন শুরু হয়েছে সিলেটে। টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ (টিএসবি) ডিপার্টমেন্ট অব মেডিসিন, সিলেট এমএজি মেডিকেল কলেজ এবং বাংলাদেশ এসোসিয়েশন ফর এডভান্স অব ট্রপিকেল মেডিসিন (বিএএটিএম) এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলন শুক্রবার রাতে সিলেটের অভিজাত ‘হেটেল স্টার প্যাসিফিকে শুরু হয়। দুদিনব্যাপী এই বৈজ্ঞানিক সম্মেলনে জাতীয় অধ্যাপক ও তত্বাবধায়ক সরকারে সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অব:) আব্দুল মালিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন মহপরিচালক প্রফেসর এম এ ফয়েজ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আব্দুল মালিক বলেন সংক্রামক ব্যাধি কখনো পৃথিবী থেকে হারিয়ে যাবে না। নতুন ব্যাধির আগমন ঘটবে। সুতরাং এ বিষয়ে চিকিৎসকদের আরো বেশী ভূমিকা রাখতে হবে। তিনি ভালো ভালো গ্রাজুয়েট তৈরির ওপর গুরুত্বারোপ করে ভবিষ্যতে অবহেলিত সংক্রামক রোগ ও বিষক্রিয়ার উপর গবেষণার আহ্বান জানান।www.24banglanewspaper.com
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, সিলেটের ডা. রোকন উদ্দিন আহমদ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেলারেল ডা. মো. আব্দুস সবুর মিয়া, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মুরশেদ আহমদ চৌধূরী, স্বাস্থ্য বিভাগের পরিচালক(প্রশাসন) ডা. মো. এহতেশেমুল হক চৌধূরী, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এর প্রেসিডেন্ট প্রফেসর ডা. কাজী তরিকুল ইসলাম, সোসাইটি অব মেডিসিন এরপ্রফেসর ডা. এম.এ. জলিল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন,সিলেটের ডা. রোকন উদ্দিন আহমদ। তিনি বলেন স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌছে দেয়ার প্রচেষ্টায় রয়েছেন চিকিৎসকরা। তিনি নবীণ চিকিৎসকদের আরো বেশী করে অধ্যয়ন ও গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান।  সভাপতির বক্তব্যে ডা. ফয়েজ বলেন সংক্রামক ব্যাধি ও বিষক্রিয়ার রোগী দিন দিন বাড়ছে। এ বিষয়ে সরকারের নীতিনির্ধরিকদের এসব বিষয়ে নজর বৃদ্ধির আহ্বান জানান।
সম্মেলনে দেশের প্রায় সাড়ে ৬ শ প্রথিতযশা চিকিৎসক ও বৈজ্ঞানিকগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে যুক্তরাজ্য, জার্মানী, মিশর, থাইল্যান্ড, জাপান, ভারত, শ্রীলংকাসহ বিভিন্ন দেশ থেকে চিকিৎসা বিজ্ঞানীরা অংশ নেন। শুক্রবার সকাল থেকে সম্মেলনস্থলে অংশগ্রহণকারীরা আসতে থাকেন।
সম্মেলনে আগতদের মধ্যে রয়েছেন ইউনিভাসিটি অব কোপেন হেগেনের প্রফেসর মাইকেল এডোলাস স্টন, জার্মানীর গ্যাটে ইউনিভার্সিটির ড.উলরিচ কোচ, যুক্তরাজ্যের অক্সেফোর্ড ইউনিভার্সিটির ড.রিচার্ড জে মুডি, মালেশিয়ার সেইন্স ইউনিভার্সিটির ড.রজাক হাজী আব্দুল আজিজ মোহাম্মদ ফায়ছাল রাজালি, ভারতের ড্রাগ ফর নেগলেক্টেড ডিজিজ ইন্সটিটিউটের ড.সুমন রিজলী, মিশরের প্রফেসর ড.ফতমা আমের, ভারতের সবনীত শর্মা, টোকিওর ড. বুমপেয়ীতজু, শ্রীলংকার প্রফেসর ড. ইন্দিকা গাওরামমানা ও প্রফেসর ড. আনান জাকারিয়া প্রমুখ।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings