কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় গত বৃহস্পতিবার দুপুরে
ছাত্রলীগ-পরিবহণ শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতা অপুকে গ্রেফতার ও
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে
শুক্রবারও পরিবহণ ধর্মঘট চলছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে
যায়নি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।
![]() |
via 24 news |
সূত্র জানায়, চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে ছাত্রলীগের সাথে পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সংঘর্ষে উভয় পক্ষে বেশ কয়েকজন আহত হন।
বৃহস্পতিবার দুপুর ১টায় এ ঘটনার পর থেকে কুমিল্লার জাঙ্গালিয়া কেন্দ্রীয়
বাস টার্মিনাল থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, কচুয়া, নোয়াখালী,
ফেনী, লক্ষ্মীপুর, বরুড়া, লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, ভূশ্চি,
গৈয়ারভাঙ্গা সোনাইমুড়ি, মাইজদীসহ প্রায় ২০টি রুটে যানবাহন চলাচল বন্ধ
রয়েছে।
শুক্রবার পরিবহণ শ্রমিকরা জাঙ্গালিয়া এলাকায়
কুমিল্লা-লাকসাম সড়কের ৪/৫টি স্থানে রাস্তায় বাস রেখে ও টায়ার জ্বালিয়ে
রাস্তা অবরোধ করেন। তারা এ সময় ছাত্রলীগ নেতা অপুকে গ্রেফতার ও সদর দক্ষিণ
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবী জানান। সংঘর্ষের
ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।