শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪

পোশাক দেখে লোভ সামলাতে পারেননি সুস্মিতা

বিনোদন ডেস্ক : পোশাকের ডিজাইন এতই ঝলমলে যে, তা পরে র‌্যাম্পে হাঁটার লোভ সামলাতে পারেননি সুস্মিতা সেন। একই সঙ্গে রুপোলী পর্দা ও র‌্যাম্প, দুইদিকই সামলাচ্ছেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সম্প্রতি ব্লিন্ডার প্রাইড ফ্যাশন ট্যুর ২০১৪-এর র‌্যাম্পে সিভান ও নরেশের তৈরি পোশাক পরে হাঁটলেন এ বঙ্গ তনয়া। এ ডিজাইনারদের তৈরি একটি অরেঞ্জ কালারের পোশাকে সুস্মিতাকে অসাধারণ মোহময়ী লাগছিল।
www.24banglanewspaper.com
তবে অনেকদিন পরে তাকে র‌্যাম্পে ধুম মাচাতে দেখা গেল। এদিন সাংবাদিকদের দেয়া এক প্রশ্নের জবাবে তিনি জানান, তার কাছে সিভান ও নরেশে এই কাজটির অফার নিয়ে আসে। তাদের কালেকশন তাকে দেখানো হয়। তিনি সেগুলি পরে র‌্যাম্পে হাঁটার লোভ সামলাতে পারিনি। তারা খুব ভাল পোশাক ডিজাইন করেছেন।

বেশ কয়েক বছর ব্রেক নেয়ার পর, সিনেপর্দায় ফিরছেন সুস্মিতা। তবে কোন বলিউডি ছবিতে নয়, তিনি কামব্যাক করছেন টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘নির্বাক’-এর মাধ্যমে। এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।

সুস্মিতা ছাড়া এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অঞ্জন দত্ত, যীশু সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তীকে

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings