শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪

ডিসেম্বরেই আন্দোলন কর্মসূচি : খালেদা

ঢাকা : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, চলতি মাস ডিসেম্বরেই সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বিজয়ের মাসে বিজয় পালনের পাশাপাশি এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি দেব।

সোমবার রাত ৯টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে আন্দোলনের এ রূপরেখা তুলে ধরেন তিনি।
www.24banglanewspaper.com
খালেদা জিয়া বলেন, ৫ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি। জনগণ ভোট দেয়নি। জনগণ ভোট দিলে ১৫৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারত না।

এইচ টি ইমাম কোনো রকম জোড়াতালি দিয়ে ওই নির্বাচন সম্পন্ন করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

খালেদা জিয়া বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের সময় আমাদের ডাকে মানুষ সাড়া দিয়েছিল, এবারও সাড়া দেবে। ওই নির্বাচনে কোনো বিদেশি পর্যবেক্ষক আসেনি। আজ পর্যন্ত বিশ্বের কোনো রাষ্ট্র আওয়ামী লীগের পাতানো নির্বাচনকে সমর্থন দেয়নি।

তিনি বলেন, পাতানো ওই নির্বাচনে শতকরা ৫ ভাগ ভোটও পড়েনি। অবৈধ সরকার অবৈধ সংসদে যত আইন পাস করেছে- বিএনপি ক্ষমতায় গেলে ওইসব আইন বাতিল করা হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া বলেন, ছাত্রলীগ-যুবলীগ লুটপাটে ব্যস্ত। প্রত্যেকের হাতে অস্ত্র। বিশ্ববিদ্যালয়গুলো আজ অস্ত্রাগারে পরিণত হয়েছে।

খালেদা জিয়া বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক ও সাধারণ ছাত্রদের ওপর হামলা করছে ছাত্রলীগ। ছাত্রলীগকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে এ অবৈধ সরকার।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে অবৈধ আওয়ামী লীগ সরকারের করা সব আইন বাতিল করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings