শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০১৪

মালয়েশিয়ায় ২ বাংলাদেশি নির্মাণশ্রমিক নিহত

মালয়েশিয়ায় একটি রেলপথ নির্মাণ প্রকল্পে কংক্রিটের কাঁচা স্ল্যাব ধসে পড়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার বিকালে কুয়ালালামপুরের কাছে সুবাং জায়া এলাকার পুত্রা হাইটসে এ দুর্ঘটনায় বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার আট শ্রমিক কংক্রিটের নিচে আটকা পড়েন। পরে রাতে দুই বাংলাদেশির লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। মালযেশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।বার্তা সংস্থাটি জানিয়েছে, নিহত দুই বাংলাদেশির মধ্যে একজনের নাম মো. সুমন মোল্লা, বয়স অনুমানিক ৩০। তবে বাংলাদেশে তার ঠিকানা জানা যায়নি। আরেক জনের সাম জানা যায়নি।দমকল বাহিনীর সহকারী পরিচালক মোহদ সানী হারুল জানিয়েছেন, একজনের লাশ বুধবার রাত ১০টা ২৪ মিনিটি এবং অন্যজনের লাশ বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে উদ্ধার করা হয়। তিনি জানান, বুধবার উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম সুমন মোল্লা (৩০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings