চট্টগ্রামের
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৩টি স্বর্ণের বার, দেড়শ গ্রাম
স্বার্ণালংকার ও সাতটি আইফোন উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। চার
কেজি ওজনের এসব স্বর্ণালংকারের বর্তমান বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
শুল্ক
গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক সুশান্ত
পাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা নুরুল ইসলামকে তল্লাশি
চালানো হয়। তিনি সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের বিজি-০৪৬ ফ্লাইটে করে
চট্টগ্রাম আসেন। তিনি জানান,
ইমিগ্রেশন গেইটে এসে তার হাতে থাকা একটি ব্যাগ রেখে দ্রুত চলে যাওয়ার
চেষ্টা করেন। এ সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা ব্যাগটি নিয়ে তাকে
জিজ্ঞাসাবাদ করলে অস্বীকার করেন। কিন্তু ভিডিও ফুটেজ দেখে ব্যাগটির
মালিকানার প্রমাণ পাওয়া যায়। ব্যাগের ভেতর ৩৩টি স্বর্ণবার, দেড়শ গ্রাম
স্বর্ণালংকার পাওয়া যায়। এছাড়া অন্য একটি ব্যাগে সাতটি আইফোন পাওয়া যায়।www.24banglanewspaper.com