এই লাশ তেমন কোন লাশ না
রবীন আহসান
এই লাশ তেমন কোন লাশ না
প্রতিদিন শহীদ মিনারের পাশ থেকে
হুইসাল বাজাতে বাজাতে আসে যায়!!!
এই লাশ তেম কোন লাশ নয়
যার চোখ নিয়ে অন্ধও আলো পাবে!!
এই লাশ তেমন কোন লাশ নয়
যে আলো ছড়িয়ে ছিল মানুষের জীবনে
রেখে গেছে কাগজের পাতায় পাতায়
আগামীর আলোর ইশারা !!!
কে বলে এই লাশ আমরা ভয় পাই?
এই লাশ লাশের রাজনীতি
এই লাশ সাদা কাপড়ে মোড়ান
উপরে হোগলা ও পাকা বাঁশ
মাটি চাঁপাদেয়া অতি সাধারণ লাশ
রবীন আহসান
এই লাশ তেমন কোন লাশ না
এরকম অনেক লাশ
হুইসাল বাজাতে বাজাতে আসে যায়!!!
এই লাশ তেম কোন লাশ নয়
যার চোখ নিয়ে অন্ধও আলো পাবে!!
এই লাশ তেমন কোন লাশ নয়
যে আলো ছড়িয়ে ছিল মানুষের জীবনে
রেখে গেছে কাগজের পাতায় পাতায়
আগামীর আলোর ইশারা !!!
কে বলে এই লাশ আমরা ভয় পাই?
এই লাশ লাশের রাজনীতি
এই লাশ সাদা কাপড়ে মোড়ান
উপরে হোগলা ও পাকা বাঁশ
মাটি চাঁপাদেয়া অতি সাধারণ লাশ
এই লাশ কোন মিথ কোন ইতিহাসের সাক্ষী নয়
এই লাশ কোন ইতিহাসের সিঁড়িতে থাকতে পারে না...
এই লাশ কোন ইতিহাসের সিঁড়িতে থাকতে পারে না...