শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

মঙ্গলবার, ১২ মে, ২০১৫

প্রমাণ হলো বিএনপি মিথ্যাচার করেছে: নাসিম

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এত দিন বিএনপি মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘বিএনপির নেতা সালাউদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রীর কথা হয়েছে, গণমাধ্যমের এমন খবরই প্রমাণ করে এত দিন বিএনপি মিথ্যাচার করেছে।’
আজ মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে নাসিম এই মন্তব্য করেন। এর আগে বিমানমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে ১৪ দলের এক বৈঠক হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ‘খালেদা জিয়া এত দিন দাবি করেছেন, সালাহউদ্দিন র‍্যাবের কাছে আছে। বেগম সালাহউদ্দিন বলেছেন, তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। এসব ঘটনা কী, তা বর্তমানে মিথ্যাচারে পরিণত হয়েছে। সালাহউদ্দিনের গুমের বিষয়ে বিএনপি দেশবাসীকে বিভ্রান্ত করতে চেয়েছিল। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত এসব খবরের পর তা বিএনপির মিথ্যাচার প্রমাণ হয়েছে। জনগণ বিএনপির কোনো মিথ্যচারে বিভ্রান্ত হবে না।’
প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে ১৪ দল: ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তির সম্পন্ন অবদান রাখায় যেকোনো সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী ও ১৪-দলীয় জোট নেত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে ১৪ দল। সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম বলেন, ‘সীমান্ত বিল পাস হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যেমন অবদান, তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমান অবদান। ১৪ দল সিদ্ধান্ত নিয়েছে যেকোনো সুবিধাজনক সময়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে।’
একই সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশী বংশোদ্ভূত তিন কন্যা রুশনারা আলী, টিউলিপ সিদ্দিকী ও রূপা হককে অভিনন্দন জানায় জোটটি। দেশে এলে তাঁদেরও সংবর্ধনা দেবে ১৪-দলীয় জোট।
খালেদাকে তিরস্কার: ১৪ দলের বৈঠকে সীমান্ত বিল পাস হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানানোর নিন্দা জানানো হয়। পরে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘সীমান্ত বিল পাস হওয়ার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে খাটো করে দেওয়া বিবৃতি লজ্জাজনক। দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে দুই পক্ষের সমান কৃতিত্ব থাকে। এখানে মোদির কৃতিত্বের চেয়ে আমাদের প্রধানমন্ত্রীর কৃতিত্ব বেশি। সরকারকে খাটো করা মানে দেশকে খাটো করা।’রাশেদ খান মেনন বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী এবারও পারলেন না। ভারতের সব রাজনৈতিক দল এক হয়ে এই চুক্তি পাস করেছে। এদিক থেকে তিনি ভারত থেকে শিখতে পারতেন। এত দিন তিনি কংগ্রেসের দালালি করে কিছু পাননি। এখন মোদির দালালি করে কী পাবেন? ’
বনমন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘জাতিগতভাবে সকলের এটার প্রশংসা করা উচিত ছিল।’ তিনি বলেন, ‘সীমান্ত চুক্তি করতে গিয়ে প্রধানমন্ত্রী দূরদর্শিতা ও গোপনীয়তা বজায় রেখেছিলেন। এটা নিয়ে তিনি কী করছেন, এটা তাঁর ক্যাবিনেটের অনেকে জানতেন না। এটা তাঁর একক কৃতিত্ব। এ জন্য ১৪ দলের পক্ষ থেকে নয়, জাতির পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে।’
ছাত্র ইউনিয়নের ওপর হামলার নিন্দা: ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা করেছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনার নিন্দা জানাই। আমরা এটা কখনো সমর্থন করি না। ইতিমধ্যে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আশা করি তাঁদের প্রতিবেনের পর আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে নাসিম বলেন, সিটি নির্বাচন থেকে বিএনপি কোনো সুবিধা পায়নি। কারণ তাঁরা মাঠ থেকে পালিয়েছে। তারা আহম্মকের দল। ২০১৯ সালের নির্বাচন তত্ত্বাবধায়ক নয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে বলে মত দেন তিনি।
১৪ দলের বৈঠকে আরও উপস্থিত ছিলেন ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক, বাসদের আহ্বায়ক রেজউর রশীদ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।more-www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings