ছয় বছর ধরে প্রেম করছেন বলিউডের বহুল আলোচিত তারকা যুগল রণবীর কাপুর ও
ক্যাটরিনা কাইফ। প্রায় ছয় মাস হতে চলল, তাঁরা একসঙ্গে এক ছাদের নিচেই
থাকছেন। গত বছরের নভেম্বর মাসের শুরুর দিকে মুম্বাইয়ের কার্টার রোডের একটি
বাড়িতে ওঠেন তাঁরা। এখন পর্যন্ত বেশ কয়েকবার এ জুটির বিয়ের খবর রটেছে। তবে
এবার কোনো গুজব নয়, সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া একটি রুল
বিবেচনা করলে, স্বামী-স্ত্রী হিসেবেই গণ্য হবেন রণবীর-ক্যাটরিনা।www.24banglanewspaper.com
একসঙ্গে
বসবাস করা নারী-পুরুষকে স্বামী-স্ত্রী হিসেবে গণ্য করার পক্ষে ২০১০ সাল
থেকে রুল দিয়ে আসছেন ভারতের সুপ্রিম কোর্ট। সম্পত্তি নিয়ে বিরোধের একটি
মামলায় সর্বশেষ রুলটি দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এম ওয়াই ইকবাল ও
বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
রুলে
আদালত বলেন, বিয়ে না করে একজন নারী ও একজন পুরুষ একসঙ্গে দীর্ঘ সময় ধরে
বাস করলে তাঁরা বিবাহিত স্বামী-স্ত্রী হিসেবে গণ্য হবেন। নারী-পুরুষ জুটির
ধারাবাহিক সহাবস্থান বৈধ বিয়ের শামিল। এমন পরিস্থিতিতে নারী তাঁর পুরুষ
সঙ্গীর মৃত্যুর পর সম্পত্তির উত্তরাধিকারী হবেন।