শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০১৫

তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল


চরম দুর্ভোগ আর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে বিশ্ব ইজতেমায় যোগ দিচ্ছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। আজ শুক্রবার ভোর থেকে আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে তাবলিগ জামাতের ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের মধ্যেও দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির স্রোত এখন টঙ্গীর ইজতেমার ময়দানমুখী। ইজতেমায় অংশ নিতে নৌকা, বাস, ট্রাক, স্কুটার, লেগুনাসহ বিভিন্ন যানবাহনে করে যে যেভাবে পারছেন সেভাবেই জড়ো হচ্ছেন তুরাগ তীরে বুধবার থেকেই দেশ-বিদেশের লাখো মুসল্লি ইজতেমাস্থলে আসা শুরু করেন। তারা নির্ধারিত স্থানে (খিত্তায়) প্রয়োজনীয় মালামাল ও ব্যাগ নিয়ে অবস্থান করছেন। ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আজ শুক্রবার প্রায় ১০ লাখ মুসল্লি এক জামাতে শরিক হয়ে জুমার নামাজ আদায় করবেন।বৃহস্পতিবার রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মো. নসরুল হামিদ বিপু এমপি, স্থানীয় সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা রেঞ্জ ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ ও গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ইজতেমা ময়দান পরিদর্শন করেন। ইজতেমার নিরাপত্তায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।দুর্ভোগ, তারপরও ... : দেশের বিভিন্ন স্থান থেকে আসা এসব মুসল্লিদের অবর্ণনীয় দুর্ভোগ সাধারণ মানুষের চোখে পড়ছে। তবে মুসল্লিরা এসব দুর্ভোগকে আমলে নিচ্ছেন না। তারা জানান, দীন্রে পথে মেহনত করতেই তারা ছুটে আসছেন ইজতেমা ময়দানে।বিশ্ব ইজতেমা ময়দানের পশ্চিম প্রান্ত কামারপাড়া, টঙ্গী রেল স্টেশন, চান্দনা চৌরাস্তা, আবদুল্লাহপুর মোড়, টঙ্গী স্টেশন রোডসহ বিভিন্ন স্থানে দেখা গেছে মুসল্লিদের দুর্ভোগের চিত্র। অবরোধের কারণে অনেক দূর-দূরান্ত থেকে বয়স্ক ও বৃদ্ধ মুসল্লিরা নিত্যব্যবহার্য সামগ্রী মাথায় বহন করে হেঁটে আসছেন ইজতেমা ময়দানের দিকে। জয়পুরহাট থেকে আসা মুসল্লি আবদুল হাকিম (৬০) যুগান্তরকে জানান, অতিরিক্ত ভাড়া দিয়ে ৫২ জন মুসল্লি ইজতেমা ময়দানে এসেছেন।৪০ খিত্তায় ৩২ জেলার মুসল্লি : প্রথম দফা ইজতেমায় ৩২ জেলার মুসল্লির জন্য ময়দানকে ৪০ খিত্তায় ভাগ করা হয়েছে। নির্দিষ্ট খিত্তায় নির্দিষ্ট জেলার মুসল্লির জন্য নির্ধারণ করা হয়েছে। এসবের মধ্যে ১-২নং খিত্তায়- গাজীপুর, ৩-১৩নং খিত্তায়- ঢাকা জেলা, ১৪নং খিত্তায়- সিরাজগঞ্জ, ১৫নং খিত্তায়- নরসিংদী, ১৬নং খিত্তায়- ফরিদপুর, ১৭নং খিত্তায়- রাজবাড়ি, ১৮নং খিত্তায়- শরীয়তপুর, ১৯নং খিত্তায়- কিশোরগঞ্জ, ২০নং- খিত্তায় নাটোর, ২১নং খিত্তায়- রংপুর, ২২নং খিত্তায়-শেরপুর, হবিগঞ্জ, ২৩নং খিত্তায়- রাজশাহী, ২৪নং খিত্তায়- জয়পুরহাট, ২৫নং খিত্তায়- গাইবান্ধা, ২৬নং খিত্তায়- লালমনিরহাট, ২৭নং খিত্তায়- হবিগঞ্জ, ২৮নং খিত্তায়- দিনাজপুর, ২৯নং খিত্তায়- সিলেট, ৩০নং খিত্তায়- চাঁদপুর, ৩১নং খিত্তায়-ফেনী, ৩২নং খিত্তায়- চট্টগ্রাম, ৩৩নং খিত্তায়- বান্দরবান, খাড়াছড়ি ও রাঙ্গামাটি, ৩৪নং খিত্তায়- বাগেরহাট, কুষ্টিয়া, ৩৫নং খিত্তায় নড়াইল, ৩৬নং খিত্তায়-চুয়াডাঙ্গা, ৩৭নং খিত্তায়- যশোর, ৩৮নং খিত্তায়- ভোলা, ৩৯নং খিত্তায়-বরগুনা এবং ৪০নং খিত্তায়-ঝালকাঠি জেলার মুসল্লিরা অবস্থান নেবেন।স্বাস্থ্যসেবা : মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গাজীপুরের ইজতেমায় দায়িত্বপালনকারী সব চিকিৎসক ও কর্মচারীদের ছুটি ৮ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ছুটি স্থগিত করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকসহ মেডিকেল অফিসারদের তালিকা ও ডিউটি রোস্টার করা হয়েছে। তিন পালায় ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও ৬৩ জন মেডিকেল অফিসার ইজতেমা ময়দানে দায়িত্ব পালন করবেন। মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে মন্নু গেট, এটলাস গেট, বাটা কারাখানার গেট, বিদেশী মেহমানখানা ও তুরাগের পশ্চিম তীরে আরও ২টি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হচ্ছে। মুসল্লি রোগীদের হাসপাতালে নেয়ার জন্য সার্বক্ষণিক ১৫টি অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে।এছাড়া হামদর্দ, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর সিভিল সার্জন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আয়ুর্বেদিক ইউনানী হারবাল মেডিকেল সোসাইটি, জাতীয় ইমাম সমিতি-টঙ্গী শাখা, যমুনা ব্যাংক ফাউন্ডেশন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, জনকল্যাণ ফ্রি-মেডিকেল ক্যাম্প, ইবনেসিনা, আঞ্জুমান মফিদুল ইসলাম, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছে।আট মোবাইল কোর্ট : ইজতেমাস্থল ও আশপাশের অঞ্চলকে পাঁচ ভাগে ভাগ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিশুদ্ধ খাবার নিশ্চিতকরণসহ ইজতেমার বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রতিদিন দুই পালায় চারটি করে আটটি মোবাইল কোর্ট পরিচালনা করছে গাজীপুর জেলা প্রশাসন।পরিচ্ছন্নতা অভিযান : গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাস্তার ধুলাবালি রোধ করার জন্য ইজতেমাস্থলে প্রতিদিন পানি ছিটানো হচ্ছে। মশা নিধনের জন্য ২০টি ফগার মেশিন ব্যবহার কারা হচ্ছে।নিরাপত্তা : ইজতেমার নিরাপত্তায় নিয়োজিত থাকছে পুলিশ, র‌্যাবসহ আইনশৃংখলা বাহিনীর প্রায় ১২ হাজার সদস্য। পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ইজতেমাস্থল ঢেকে রাখা হবে।সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ : ইজতেমা এলাকায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইজতেমা এলাকায় ৫টি অস্থায়ী বিদ্যুৎ ক্যাম্প নির্মাণ করা হয়েছে।বিশুদ্ধ পানি : টঙ্গী শহর পানি সরবরাহ প্রকল্প সূত্র জানায়, ১১টি উৎপাদন নলকূপের মাধ্যমে প্রতিদিন তিন কোটি লিটারেরও বেশি বিশুদ্ধ পানি সরবরাহের পদক্ষেপ নেয়া হয়েছে।বিদেশী মেহমান : প্রতিবছরের ন্যায় এবারও বিশ্ব ইজতেমা ময়দানে প্রায় শতাধিক দেশের মুসল্লি আসবেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে টঙ্গীর ইজতেমা আয়োজক কমিটি সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্বের অন্তত ১৪০টি দেশের প্রায় ২০ হাজার হাজার মেহমান ইজতেমায় অংশগ্রহণ করবেন।বিকল্প রাস্তা ও পার্কিং : দুই পর্বের আখেরি মোনাজাতে অংশ নেয়ার জন্য চান্দনা চৌরাস্তা হতে হাজার হাজার মুসল্লি হেঁটে ইজতেমা ময়দানে যাতায়াত করবেন। এ কারণে ১১ থেকে ১৮ জানুয়ারি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা হতে টঙ্গী ব্রিজ পর্যন্ত সকাল ৬টা হতে যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়াও কালীগঞ্জ-টঙ্গী মহাসড়কের মাজুখান ব্রিজ হতে স্টেশন রোড ওভারব্রিজ পর্যন্ত এবং কামারপাড়া ব্রিজ হতে মুন্নু টেক্সটাইল মিল গেট পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। ইজতেমা চলাকালীন জয়দেবপুর চান্দনা চৌরাস্তা হয়ে আগত মুসল্লিদের বহনকারী যানবাহন পার্কিংয়ের জন্য ৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা হতে উল্লেখিত মহাসড়কগুলো পরিহার করে টঙ্গীর কাদেরীয়া টেক্সটাইল মিল কম্পাউন্ড, শফিউদ্দিন সরকার একাডেমি মাঠ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ, চান্দনা চৌরাস্তা হাইস্কুল মাঠ, জয়দেবপুর চৌরাস্তা ট্রাক স্ট্যান্ড এবং নরসিংদী কালীগঞ্জ হয়ে আগত মুসল্লিদের বহনকারী যানবাহন টঙ্গীর কেটু (নেভী) সিগারেট ফ্যাক্টরিসংলগ্ন খোলা জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও বৃহত্তর ময়মনসিংহ জেলা হয়ে ঢাকাগামী যানবাহন জয়দেবপুর থানাধীন চান্দনা চৌরাস্তা হতে টঙ্গী হয়ে ডিএমপি এলাকায় প্রবেশের পরিবর্তে জয়দেবপুর চৌরাস্তা, কোনাবাড়ী, চন্দ্রা ত্রিমোড়, বাইমাইল, নবীনগর, আমিন বাজার হয়ে চলাচল করার জন্য গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।বিশেষ ট্রেন ও বাস : বিশ্ব ইজতেমা উপলক্ষে এ বছরও বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) বিশেষ ট্রেন ও বাস চলাচলের ব্যবস্থা গ্রহণ করেছে।ইজতেমা কমিটির বক্তব্য : ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, ইতিমধ্যে ইজতেমা ময়দানের প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। প্রতি বছরই মুসল্লির সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে প্রথম পর্বে অংশগ্রহণকারী ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে স্ব-স্ব খিত্তায় এসে অবস্থান নিয়েছেন। ইজতেমার আয়োজক তাবলিগ জামাতের স্বেচ্ছাসেবীদের প্রস্তুতি ছাড়াও ডেসকো, তিতাস, ওয়াসাসহ সরকারের সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলোও তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে।ইজতেমায় আসা বিদেশীদের ভোগান্তি : বেনাপোল প্রতিনিধি জানান, ট্যুরিস্ট ভিসায় বিশ্ব ইজতেমায় আসা ভারতসহ বিভিন্ন দেশের মেহমানদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এর ফলে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা কয়েকশ’ বিদেশী আটকা পড়ে আছে বেনাপোল চেকপোস্টে। টুরিস্ট ভিসাধারী বিদেশীদের পাসপোর্ট এন্ট্রি করা হচ্ছে না। বৃহস্পতিবার সকাল থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করে।ভারতের কলকাতা থেকে আসা মফিজ উদ্দিন ও মুম্বাই থেকে আসা আবদুর রহমান জানান, তারা গত ১৫ বছর ধরে ট্যুরিস্ট ভিসায় বিশ্ব ইজতেমায় যোগ দিতে বাংলাদেশে আসছেন। এই প্রথম শুনছেন ট্যুরিস্ট ভিসায় ইজতেমায় আসা যাবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকে এ বিষয়ে সতর্ক করলে ভোগান্তি পোহাতে হতো না।ইমিগ্রেশন ওসি আকতার হোসেন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী, ট্যুরিস্ট ভিসায় বিশ্ব ইজতেমায় আসা যাত্রীদের ফেরত পাঠানো হচ্ছে। যারা তাবলিগ ভিসা নিয়ে আসছেন তাদের প্রবেশে কোনো বাধা নেই। তিনি আরও জানান, ভিসায় যাদের টিআই (ট্যুরিস্ট ইজতেমা) লেখা আছে তাদেরই কেবল পাসপোর্ট এন্ট্রি করা হচ্ছে।চেকপোস্টে দায়িত্বরত গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা জানান, দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এ কারণে নাশকতার আশংকায় এ ধরনের পাসপোর্টযাত্রীর বাংলাদেশে প্রবেশের ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করেছে।পরিবহন সংকটে বিদেশী মুসল্লিরা : এদিকে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা দেড় হাজার বিদেশী মুসল্লি পরিবহন সংকটে বেনাপোলে অবস্থান করছেন। বুধবার রাতে ১৫টি বাস রিজার্ভ করে অর্ধেক মুসল্লিকে ইজতেমাস্থলে পাঠানো হয়েছে বলে ব্যবস্থাপনা কমিটি জানিয়েছেন। অবরোধে সড়ক-মহাসড়কে নাশকতার আশংকায় বেনাপোল থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন বেনাপোল থেকে টঙ্গীমুখী তাবলিগ-জামাতের বিদেশী মেহমানরা।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আখতার হোসেন জানান, বুধবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এক হাজার ৯৮০ জন বিদেশী বাংলাদেশে এসেছেন। এর মধ্যে ভারতীয় এক হাজার ৭৫ জন। অন্যান্য দেশের ৪৭ জনwww.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings