সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেয়েছে আ'লীগ
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে আওয়ামী লীগ। রোববার রাতে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের রমনা উপকমিশনার (ডিসি) আবদুল বাতেন।এ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদৃজ্জামান খান কামাল যুগান্তরকে বলেছেন, জনসভার অনুমতি পেয়েছে আওয়ামী লীগ। জনসভার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের লাখ লাখ নেতা-কর্মী থাকতে এ জনসভা কে ঠেকাবে। জনসভার নিয়ে কোনো ভয় নেই।এর আগে দলটির পক্ষ থেকে ১০ জানুয়ারি সমাবেশ করার ঘোষণা দেওয়া হলেও বিশ্ব ইজতেমা কারণে তা পিছিয়ে ১২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিলপ্রসঙ্গত, ৫ জানুয়ারির সমাবেশে ঘিরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকদিন আগে রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপি।www.24banglanewspaper.com