রূপালী ব্যাংকের চুরি হওয়া টাকা উদ্ধার
ফরিদপুরে রূপালী ব্যাংকের করপোরেট শাখা থেকে চুরি হওয়া দেড় কোটি টাকার মধ্যে ১ কোটি ২২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের কর্মকর্তাসহ ৫ জনকে আটক করেছে। গ্রাহকরা জানান, সকাল ১০টার দিকে ব্যাংকে টাকা তুলতে গেলে প্রথমে কম্পিউটার হ্যাক হয়েছে, লেনদেনে সমস্য হচ্ছে বলে জানানো হলেও টাকা দেয়া হয়নি। পরে জানা যায়, ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরি হয়েছে।এ ব্যাপারে রূপালী ব্যাংকের এজিএম খান মোঃ শহিদুল ইসলাম বলেন, রোববার সকালে ব্যাংকে প্রবেশ করে ব্যাংকের ভল্ট খোলা দেখতে পাই। তবে ব্যাংকের প্রধান গেট এবং অন্যান্য গেট ও জানালা ছিল অক্ষত অবস্থায়। পরে পুলিশকে খবর দেয়া হয়।টাকা খোয়া যাওয়ার খবর পেয়ে পুলিশ জড়িত সন্দেহে ব্যাংকের ক্যাশিয়ার আবুল কালাম, প্রহরী ফারুক হোসেন, আনসার সদস্য রফিক, আশিক ও লুত্ফরকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যাংকের ক্যাশিয়ার আবুল কালামের ঘনশ্যামপুর এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি ২২ লাখ টাকা উদ্ধার করে।জেলা পুলিশ সুপার জানান, আবুল কালামের বাড়ির উঠানে মাটির নিচে ড্রামে ভর্তি করে টাকাগুলো পুঁতে রাখা হয়েছিল। সেখান থেকে ১ কোটি ২২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।www.24banglanewspaper.com