শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫

অবরোধে ১৬ দিনে ক্ষতি ৩৬ হাজার কোটি টাকা

হরতাল-অবরোধে গত ১৬ দিনে দেশের ব্যবসা-বাণিজ্যে ৩৬ হাজার ৪৪৫ কোটি ৭৬ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ। বৃহস্পতিবার মতিঝিলের ডিসিসিআইয়ের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ বলেন, চলমান হরতাল ও অবরোধে দেশের দৈনিক আর্থিক ক্ষতি হচ্ছে দুই হাজার ২৭৭ কোটি ৮৬ লাখ টাকা। এছাড়া বছরে এক দিনের হিসেবে মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) ৩ হাজার ৭০১ কোটি ১৫ লাখ টাকা। সেই হিসেবে চলতি বছরে ১৬ দিনে হরতাল-অবরোধের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ জিডিপি’র ২.৭০ শতাংশ।তিনি জানান, তৈরি পোশাক, পরিবহন, কৃষি, আবাসন, পর্যটন, পাইকারি ও খুচরা বাজারসহ ১৬টি খাতে এ ক্ষতি হয়।ডিসিসিআই সভাপতি বলেন, অবরোধ-সহিংসতা কোন রাজনৈতিক সমাধান দিতে পারে না। সংলাপেই এর একমাত্র সমাধানের পথ। তাই ঢাকা চেম্বারের পক্ষ থেকে চলমান সংকট সমাধানে সিটিজেন কাউন্সিল গঠনের আহ্বান জানান তিনি।খালেদ হোসেন বলেন, দেশের সিনিয়র নাগরিক, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষাবিদ ও বিশিষ্টজনের সমন্বয়ে এ সিটিজেন কাউন্সিল গঠনে করা যেতে পারে।তিনি বলেন, যারা এ সিটিজেন কাউন্সিলের সদস্য হবেন তাদের হতে হবে রাজনীতি পরিচয়মুক্ত।ডিসিসিআই সভাপতি বলেন, প্রস্তাবিত কাউন্সিল সব রাজনৈতিক দলকে সমভাবে মূল্যায়ন করে গ্রহণযোগ্য সুপারিশ প্রণয়ন করবে। যা ভবিষ্যতে জাতীয় সংসদে হতে পারে। এর মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনিwww.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings