জামিন পেলে বিশ্বকাপ দলে থাকতে পারবেন রুবেল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দু'দিনের মধ্যে জামিন পেলে বিশ্বকাপ দলে থাকতে পারবেন পেসার রুবেল হোসেন। শনিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।বিসিবি সভাপতি বলেন, 'রুবেলের মামলার মেরিট দেখে বিসিবির লিগ্যাল অ্যাডভাইজারদের সঙ্গে আলোচনা করবো এবং মামলায় সহায়তার বিষয়ে যথাসম্ভব রুবেলের পাশে থাকবে বিসিবি। আজ রুবেলের শুনানি হওয়ার কথা রয়েছে। নির্দোষ প্রমাণিত হলে আজই ছাড়া পেয়ে যেতে পারেন রুবেল।'তিনি বলেন, 'রুবেল যদি জামিন পেয়ে যায় তাহলে কোন সমস্য নেই। যদি জামিন না পায় তাহলে মামলার বিষয়ে আরও বিস্তারিত জেনে আইনি সহায়তা করবো। আসলে রুবেল যদি দোষী না হয় তাহলে তার জামিনের জন্য চেষ্টা করা হবে।'তিনি আরো বলেন, 'রুবেল যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।'এর আগে বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন রুবেল হোসেন। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত।www.24banglanewspaper.com