আজ ১০ ই জানুঃ বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালনায় চালু হল ARMY MEDICAL COLLEGE & HOSPITAL(AMC&H)পরিচালনায়-আরম ফরসেস মেডিকেল কলেজ।www.24banglanewspaper.com
সারবিক দাইত্ত-CMH CML । বাংলাদেশ-এ-এই প্রথম সেনাবাহিনীতে চালু হল civel মেডিকেল কলেজ,
উধদ্ভন করেন-বাংলাদেশ প্রধান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক জগে উধদ্ভন হল ১১ টি জেলায়,৫টি-ই- বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালনায় চালু হল,
এখানে যে কোন ছাত্র-ছাত্রী ভরতী হতে পারবে।ইহাতে কোন স্রতাবলি নাই।এতে দেশে উন্নতমানের চিকিৎসা হবে বলে আশা করছে-এই কলেজের পরিচালক বিন্দরা ।কারন , বাংলাদেশ সেনাবাহিনীতে এখন নাম ডাক , সারা জাগান বাংলাদেশের বড় বড় চিকিৎস্ক আছেন।যাদের দারা শিক্ষিত , উন্নত দেশে আর-ও- বড় বড় চিকিৎস্ক এর জন্ম হবে ।যার ফলে বিদেশে চিকিৎসার জন্য পারি দিতে হবে না।কারন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটা সদস্য-ই-এর other country-তে জার জার পেশায় জথেস্ট সুনাম আছে।আর উন্নত করার লক্ষে আপ্রান চেস্টা করছে -বাংলাদেশ সেনাবাহিনীর প্রধা্ন ও
প্রধানমন্ত্রী এবং
বাংলাদেশ সেনাবাহিনীর all অফিসারস্ এবং all member । কুমিল্লা সি এম এইচ, ময়নামোতি সেনানিবাস,কুমিল্লা।সব শেষে কেক কাটার মধ্যদিয়ে অনুস্টান সমাপ্ত করা হই।www.24banglanewspaper.com