শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫

আশরাফুলের লংকা-কলংক

২০১৬-র আগস্টে নিষেধাজ্ঞামুক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা তার। বিপিএলে ম্যাচ-ফিক্সিং কেলেংকারির দায়ে আট বছরের নিষেধাজ্ঞা কমে পাঁচ বছর হয়েছে। আগামী বছর তা শেষ হওয়ার কথা। এরই মধ্যে নতুন খবর, মোহাম্মদ আশরাফুল শ্রীলংকা প্রিমিয়ার লীগে (এসএলপিএল) ম্যাচ পাতানোর কথা স্বীকার করেছেন। জয়াবর্ধনে-সাঙ্গাকারাদের দেশে এই টি ২০ টুর্নামেন্ট নিয়ে এমনিতে কম বিতর্ক হয়নি। তার ওপর আশরাফুলের পাতানো ম্যাচের সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি টুর্নামেন্টকে প্রশ্নবিদ্ধ করল। শ্রীলংকার ডেইলি মিরর পত্রিকা এই খবর দিয়েছে। খবরে বলা হয়, এই বিতর্কিত টুর্নামেন্টে ম্যাচ পাতানোর যথার্থ প্রমাণ পাওয়া যায়নি। তবে গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে এ ব্যাপারে যথাযথ সাক্ষ্য-প্রমাণ পেয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটকে (আকসু) আশরাফুল ২০১৩ সালের ২৩ মে সাক্ষ্য দেন যে, রুহুনু রয়েলস ও ওয়াইয়াম্বা ইউনাইটেডের মধ্যে এসএলপিএলের পাতানো ম্যাচের সঙ্গে তিনি জড়িত ছিলেন। ওই ম্যাচ অনুষ্ঠিত হয় ২০১২ সালের ২৬ আগস্ট।তবে ডেইলি মিররকে একটি সূত্র জানায়, ‘যে ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে তা হল, আশরাফুল একা কোনো ম্যাচ ফিক্সিং করতে পারেন না। তার সঙ্গে নিশ্চয় আরও খেলোয়াড় ছিলেন। খুব সম্ভবত তারা স্থানীয় ক্রিকেটার।’ এসএলপিএলে আশরাফুল রুহুনু রয়েলসের হয়ে খেলেছিলেন।এ নিয়ে বৃহস্পতিবার একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে শ্রীলংকার দৈনিক ডেইলি মিরর। প্রায় ১১শ’ শব্দের সেই প্রতিবেদনের পরতে পরতে আছে, কীভাবে আইপিএলের আদলে গড়া শ্রীলংকার ক্ষণস্থায়ী টি ২০ লীগ এসএলপিএল (শ্রীলংকা প্রিমিয়ার লীগ) ম্যাচ পাতানো হয়েছিল। আকসুর তদন্ত কমিটির কাছে বাংলাদেশের সাবক অধিনায়ক আশরাফুল স্বীকার করেছেন, ২০১২ সালের ২৬ আগস্ট রুহুনু রয়েলস ও ওয়াইয়াম্বা ইউনাইটেডের ম্যাচটিতে ম্যাচ পাতানোর সঙ্গে তিনি জড়িত ছিলেন। ওয়েবসাইট।www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings