আ'লীগের
যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া ভুল
সিদ্ধান্তের কারণে তিনি রাজনীতি থেকে মাইনাস হতে পারেন। তিনি বলেন,
মাইনাসের ফর্মুলা আ'লীগের নয়, ভুল সিদ্ধান্তের জন্য দেশের জনগণ তাকে মাইনাস
করবে।
বৃহস্পতিবার
দুপুরে রাজধানীর বলাকা চত্বরে শ্রমিক লীগ আয়োজিত ‘গণতন্ত্র ও সংবিধান
রক্ষা দিবস’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।হানিফ
বলেন, নির্বাচনে অংশ না নেয়ার একটি ভুল সিদ্ধান্তে বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া সংসদ থেকে মাইনাস হয়েছেন। খালেদা জিয়া এখন আলোচনার চান।তাহলে কেন তখন আমাদের আহ্বানে আলোচনায় রাজি হলেন না? কেন জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করলেন? দেশে জনগণের কাছে নেই জবাব দিন।খালেদা
জিয়ার প্রস্তাব বিষয়ে তিনি বলেন, প্রস্তাব নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে
চাই না। দেশবাসীর সঙ্গে আলীগ খালেদা জিয়ার এই প্রস্তাব প্রত্যাখ্যান
করেছে।তিনি খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে বলেন, দেশে গণতন্ত্র না
থাকলে কিশোরগঞ্জ, কাচপুর কুমিল্লায় কিভাবে জনসভা করলেন।জাতীয়
শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের
শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক
সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।www.24banglanewspaper.com