শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫

হলুদের আসরে দাহ্যপদার্থে বরসহ দগ্ধ ৫

শরীয়তপুরের ভেদরগঞ্জে গায়ে হলুদের আসরে দুর্বত্তদের ছোঁড়া রাসায়নিক দাহ্যপদার্থে বরসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- বর সেলিম সরকার (২৮) ও তার ভাগনি রাবেয়া আক্তার (৫), শাহিনা আক্তার (২২), তোরা বেগম (১৭) ও সিয়াম (৪) তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সরকারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, বর সেলিমের বাড়িতে সন্ধ্যা থেকে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ কেউ বাড়ির জেনারেটরের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপরই দুর্বৃত্তরা বর সেলিমকে লক্ষ্য করে দাহ্যপদার্থ ছুড়ে মারে। এতে পাঁচজন দগ্ধ হন। রাতেই তাদের চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়ে দেন।ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানায়, রাসায়নিক দাহ্যপদার্থে (কেমিক্যাল বার্ন) তাঁরা দগ্ধ হয়েছেন। বর সেলিম সরকারের মুখের একপাশসহ সারা শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। শিশু রাবেয়া আক্তারের মুখসহ শরীরের ৬ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা গুরুতর।বর সেলিম সরকারের ভাই ইউনুস সরকার জানায়, সেলিম সরকারের সঙ্গে একই উপজেলার সখীপুর আনন্দবাজার গ্রামের এক মেয়ের বৃহস্পতিবার বিয়ে হওয়ার কথা। সেলিমের যে মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, তাঁকে সিফাত নামের এক যুবক পছন্দ করেন। গত বছরের মাঝামাঝি সময় আংটিবদল অনুষ্ঠান হয়। পরে সেলিমের পরিবারকে সিফাত জানান যে ওই কনেকে তিনি পছন্দ করেন। সেলিমের পরিবারের পক্ষ থেকে তাঁকে (সিফাত) জানানো হয়, মেয়ে রাজি থাকলে তিনি বিয়ে করতে পারেন। কিন্তু তাঁদের পক্ষে কিছু করা সম্ভব নয়।বরের ভাই ইউনুস সরকার দাবি করেন সিফাতই গতকাল রাতে বরকে লক্ষ্য করে দাহ্যপদার্থ ছোড়েন।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমির সরকার জানান, খবর পেয়ে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings