আরও আগুন-ভাংচুর
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের চতুর্থ দিন শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে প্রায় ১৫টি গাড়িতে আগুন ও ৪০টির বেশি গাড়ি ভাংচুর করেছে পিকেটাররা। এ নিয়ে চার দিনে ৩ শতাধিক গাড়ি ভাংচুর ও ৮০টির বেশি পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। শিবগঞ্জে মুকুল নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে জামায়াত-শিবির ক্যাডাররা। এদিন বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বিক্ষোভ মিছিল, পুলিশের গুলি, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ ও রেললাইনে নাশকতার ঘটনা ঘটেছে। সারা দেশে ৪০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ৭ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা, পিপার স্প্রের মাধ্যমে তাকে হত্যা চেষ্টা ও তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ও স্থানীয় নেতাদের মুক্তির দাবিতে বগুড়ার আগামীকাল রোববার সকাল থেকে ২৪ ঘণ্টা ও ফরিদপুরে আজ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে। যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর- নারায়ণগঞ্জ : সকালে শহরের নিতাইগঞ্জ এলাকায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও জেলা যুবদল সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে ঝটিকা মিছিল বের হয়। মিছিলকারীরা সড়কের পাশে পার্কিং করে রাখা ৯টি ট্রাক ও ১টি প্রাইভেট কারে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় দফায় দফায় ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়ে অবরোধকারীরা। এ সময় পুলিশ ৩ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে। অন্যদিকে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা শহরের ডিআইটি এলাকায় ২টি গাড়ি ভাংচুর করে সড়কে পেট্রল ঢেলে আগুন দেয়। পরে মালবাহী ১টি ট্রাকে ভাংচুর ও রাস্তায় ঝুটে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এছাড়া ফতুল্লার শাসনগাঁও এলাকায় ঢাকামুখী দীঘিরপাড় পরিবহনের একটি বাস আটকে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। পরে আরও ৬-৭টি যানবাহন ভাংচুর করা হয়।গাজীপুর : ভানুয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ফিসপ্লেটের নাট খুলে ফেলে দুর্বৃত্তরা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লাইন মেরামত করে ফেলায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। এদিকে গোপন বৈঠকের সময় জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করেছে জয়দেবপুর থানার পুলিশ। নগরীর নলজানী এলাকার গ্রেট ওয়াল সিটি আবাসিক প্রকল্পের ৫ তলা ভবনের একটি বাড়ির নিচতলা থেকে শুক্রবার বিকালে তাদের আটক করা হয়।বগুড়া : সকালে নিশিন্দারায় ৩টি অটোরিকশা ভাংচুর করে পিকেটাররা। এর আগে বৃহস্পতিবার রাতে বারপুরে একটি ট্রাকে আগুন দেয় তারা। দুপুরে ধুনটের হুকুমআলী বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে বাধা দেয়া নিয়ে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ কনস্টেবলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ৬ নেতাকর্মীকে আটক করেছে। এদিকে পুলিশি পাহারায় দূরপাল্লার বাস-কোচ এবং আন্তঃজেলা বাস চালানোর সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার দুপুরে সার্কিট হাউসে জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। এদিকে রোববার সকাল থেকে বগুড়ায় ২৪ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ২০ দল।বরিশাল : নগরীর বগুড়া রোড সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। সকাল ৭টার দিকে ওই সড়কের কাজী অফিসের সামনে থেকে মহানগর ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে অপসোনিন মোড়ে গিয়ে সড়কে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে সরকারবিরোধী স্লোগান দেয় নেতাকর্মীরা। এ সময় সেখানে একটি ককটেল বিস্ফোরণ হয়। পরে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় মহানগর ছাত্রদলের সদস্য রাহাত চৌধুরী রূপু, মিরাজ এবং সোহাগ নামে ৩ জনকে একটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। অপরদিকে সকাল পৌনে ৭টায় নগরীর কাউনিয়া বিসিক এলাকায় সড়কে ঝটিকা মিছিল করে শিবির নেতাকর্মীরা।রাজশাহী : সকাল সাড়ে ১০টার দিকে নগরীর চালপট্টি থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। বিভিন্ন সড়ক ঘুরে ভুবনমোহন পার্কে গিয়ে সমাবেশ করে নেতাকর্মীরা। পরে রাজশাহী কলেজের সামনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ছাত্রদল কর্মীরা। অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মঙ্গলবার নগরীর শাহমখদুম থানা মোড়ে পুলিশ পেটানো মামলায় বৃহস্পতিবার রাতে তিন শিবির ক্যাডারকে আটক করেছে র্যাব।সিলেট : সকাল ৯টার দিকে দক্ষিণ সুরমার পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে জেলা ও মহানগর ছাত্রদল। নগরীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। বাদ জুমা রিকাবীবাজার পয়েন্ট থেকে বের করা মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। অপরদিকে দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট রাজপথ অবরোধ করে মিছিল সমাবেশ করে দক্ষিণ সুরমা বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে আম্বরখানা-শাহী ঈদগাহ রোডে একটি চালবাহী ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা।রংপুর : সকাল থেকে রংপুর-কুড়িগ্রাম, রংপুর-দিনাজপুর, রংপুর-ঢাকা মহাসড়কে সশস্ত্র পুলিশ প্রহরায় যানবাহন চলাচল করেছে। সড়কগুলোতে যাত্রীবাহী বাস, মালবোঝাই ট্রাকের পাশাপাশি অন্যান্য ভারি যানবাহন চলেছে।গাইবান্ধা : বৃহস্পতিবার রাতে পলাশবাড়ীর মহেষপুরে রংপুর-ঢাকা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ ও ককটেল বিস্ফোরণ করে অবরোধকারীরা। পুলিশের টহল গাড়ি এলে তারা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছুড়তে থাকে। পলাশবাড়ী ফিলিং স্টেশন এলাকায় মহাসড়কে আলুভর্তি ২টি ট্রাকে ভাংচুর করে আগুন দেয় পিকেটাররা। পরে আরও ১টি ট্রাক ভাংচুর করে আগুন দেয় তারা। সেনাবাহিনীর একটি গাড়িও অবরোধকারীদের ইটপাটকেল নিক্ষেপের শিকার হয়। অপরদিকে মহেশপুর ও সাদুল্যাপুর উপজেলার বত্রিশমাইল এলাকায় অবরোধকারীদের ধাওয়ায় দুটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এ সময় ড্রাইভার ও হেলপারসহ ৭ পান ব্যবসায়ী আহত হয়েছেন।খুলনা : সকালে মহানগরীতে ২০ দলীয় জোট সমাবেশ ও মিছিল করেছে। রাজপথে অভ্যন্তরীণ যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। পুলিশ ও র্যাবের টহল ছিল জোরদার। বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন এসএম শফিকুল আলম মনা, গাজী আবদুল হক, শেখ খায়রুজ্জামান খোকা, এসআর ফারুক, বিজেপির সিরাজউদ্দিন সেন্টু, জেপির মোস্তফা কামাল, জামায়াতের শাহ আলম, খান গোলাম রসুল, বিএনপির রেহানা ঈসা, স ম আবদুর রহমান, ফখরুল আলম, আমির এজাজ খান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, মনিরুজ্জামান মন্টু, শেখ আবদুর রশিদ প্রমুখ।চাঁপাইনবাবগঞ্জ : জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বহলাবাড়ি এলাকায় রাত আটটার দিকে একটি আমবাগানের ভেতর মুকুলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এদিকে জেলায় দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ কিছু ছোট যানবাহন চলাচল করছে। ট্রাক পোড়ানো ও পুলিশের ওপর হামলার ঘটনায় সদর ও শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলায় ২০ দলীয় জোটের পৌনে ৩শ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত ৪৫টি কাঁচাপণ্যের গাড়িসহ সাড়ে ৩শ’ পণ্যভর্তি ট্রাক আটকা পড়েছে বলে পানামা পোর্ট লিংক লিমিটেডের কোঅর্ডিনেটর টিপু জানান। তিনি জানান, বৃহস্পতিবার বিকালে ভারতের মহদিপুর স্থলবন্দর থেকে ২৫টি পিঁয়াজভর্তি ট্রাক, ১২টি ফলের ট্রাক, ১টি আদাভর্তি ট্রাকসহ ভুট্টা-ভুসির কিছু ট্রাক প্রবেশ করে। কিন্তু সোনামসজিদ স্থলবন্দর এলাকায় কোনো বাংলা ট্রাক না থাকায় আমদানিকৃত পণ্য আটকা পড়ে আছে।নেত্রকোনা : বৃহস্পতিবার রাতে নাগড়া মোড়ে একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। পরে সরকারদলীয় নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।দিনাজপুর : পুলিশের বাধার কারণে ২০ দলের নেতাকর্মীরা মিছিল ও পিকেটিং করতে পারেনি। হালকা যানবাহন চলাচল করছে। মহাসড়কে কোনো যান চলাচল করেনি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।লক্ষ্মীপুর/রামগতি/রায়পুর : বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কমলনগরের হাফেজিয়া মাদ্রাসা এলাকায় অবরোধকারীদের হামলায় যুবলীগ নেতা মো. ইউছুফ আলী নিহত হয়েছেন। এ সময় তার বড় ভাই আহত হয়েছেন। এছাড়া রাতে রাখালিয়ার সিকদার রাস্তার মাথা ও বর্ডার নামক স্থানে অবরোধকারীরা একটি ট্রাক, ৬টি মোটরসাইকেল, ২টি অটোরিকশাসহ ১২ গাড়ি ভাংচুর করেছে। এ সময় অটোরিকশা চালকসহ ৫ জন আহত হয়েছেন। এদিকে রাতে বিভিন্ন সড়কে অবরোধের নামে সশস্ত্র যুবকরা যানবাহন আটকে চাঁদা আদায় করছে বলে অভিযোগ উঠেছে।জয়পুরহাট : বৃহস্পতিবার রাতে পাঁচবিবির শিমুলতলীতে কয়লা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এর আগে ট্রাকটি থামাতে এর সামনের কাচে ইট ছুড়ে মারে তারা। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের এক পাশে নেমে আটকে যায়। বিভিন্ন স্থান থেকে পুলিশ ৩ জনকে আটক করেছে।সিরাজগঞ্জ/উল্লাপাড়া : সকালে সদর উপজেলার চণ্ডিদাসগাতী গ্রামের পাশে শিয়ালকোল-নলকা সড়কে গাড়ি ভাংচুরের সময় এক শিবিরকর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ভোরে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের টহল গাড়িতে ককটেল ছুড়ে মারে। পুলিশ পাল্টা ছয় রাউন্ড রাবার বুলেট ছুড়লে দু’শিবির কর্মী গুলিবিদ্ধ হয়। সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি সোলায়মানকে গ্রেফতার করেছে পুলিশ।কুড়িগ্রাম : শুক্রবার জেলা প্রশাসনের বিশেষ নিরাপত্তায় সব রুটে যানবাহন চলাচলের সিদ্ধান্ত হয়। দূরপাল্লার যানবাহনের বহরে পুলিশ, র্যাব ও বিজিবির বিশেষ নিরাপত্তা দেয়া হবে। পরে জেলার ৯ উপজেলার সঙ্গে এবং ঢাকাসহ অন্যান্য রুটে কিছু যাত্রী ও মালবাহী যানবাহন চলাচল শুরু করে। এদিন জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীরা পাটেশ্বরী বাজারে ২ ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।গৌরনদী : ভোর রাতে দক্ষিণ পালরদী এলাকায় পুলিশের হেফাজতে থাকা পিকআপে পেট্রল ঢেলে আগুন দেয় অবরোধকারীরা। এতে পিকাপের দুটি চাক্কাসহ সামনের অংশ পুড়ে যায়। এর আগে বাটাজোর এলাকায় একটি টেম্পোতে আগুন দেয়া হয়। এ ঘটনায় বিএনপির ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আবুল হোসেন মিয়াসহ ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বান্দরবান : বিএনপি-আওয়ামী লীগের সোমবারের সংঘর্ষের ঘটনায় পুলিশসহ স্থানীয়রা বাদী হয়ে সদর থানায় পৃথক ৪টি মামলা করেছেন। এসব মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৩ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।ডিমলা (নীলফামারী) : বৃহস্পতিবার রাত ৯টার দিকে ডিমলা বাজার থেকে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তবিবুর ইসলামকে আটক করেছে পুলিশ।কুলাউড়া : টিলাগাঁও-মুন স্টেশনের মধ্যবর্তী স্থানে অবরোধকারীদের নাশকতার শিকার উদয়ন এক্সপ্রেস ট্রেনের দুটি বগি পরিত্যক্ত রেখে উদ্ধার কাজ সম্পন্ন করা হয়েছে। ঘটনার ২০ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ১০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। স্টেশন মাস্টার মির্জা মো. শামসুল ইসলাম ও জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, যত দ্রুত সম্ভব পরিত্যক্ত রাখা বগিগুলো উত্তোলন করা হবে। শ্রীমঙ্গল থানায় দায়ের করা নাশকতা মামলায় কাউকে আটক করা সম্ভব হয়নি।জিয়ানগর (পিরোজপুর) : গাড়ি ভাংচুরের অভিযোগে বিএনপি-জামায়াতের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি জামায়াত নেতা জাকিরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। এছাড়া আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।কক্সবাজার : আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর প্রহরায় প্রায় অর্ধশত যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।ইসলামী বিশ্ববিদ্যালয় : সকালে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে ও ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এত পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে মহাসড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা।ফরিদপুর : শহরের ঝিলটুলী এলাকায় খান এন্টারপ্রাইজ নামের একটি বাস পোড়ানোর ঘটনায় কোতোয়ালি থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা ও পিপার স্প্রের মাধ্যমে তাকে হত্যা চেষ্টার প্রতিবাদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ও স্থানীয় নেতাদের মুক্তির দাবিতে আজ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা স্বেচ্ছাসেবক দল।শেরপুর (বগুড়া) : শেরপুরে সড়কের পাশ থেকে ছুড়ে মারা ঢিলে দুটি চলন্ত গাড়ির চালক ও একটির হেলপার আহত হয়েছেন। এ ঘটনা পুলিশকে জানালে উল্টো পুলিশ হেলপারকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তবে এ অভিযোগ অস্বীকার করেন ঘটনাস্থলে টহলরত পুলিশের এএসআই ব্রজেশ্বর বর্মণ।ফুলপুর (ময়মনসিংহ) : বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ইমাদপুরে দুর্বৃত্তরা ময়মসিংহগামী একটি ট্রাকের সামনের কাচ ভাংচুর করে অগুন ধরিয়ে দেয়। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।বাবুগঞ্জ (বরিশাল) : বৃহস্পতিবার রাত ১২টায় উপজেলার মাধবপাশা ইউনিয়নের দুর্গাসাগরের পূর্ব পাড়ে বরিশাল-বানাড়ীপাড়া সড়কে ইলিশ পরিবহন নামে একটি থেমে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ও রামপট্রি নামক স্থানে পিকেটাররা একটি ট্রাক ও আলফা ভাংচুর করে। এ সময় ৪ জন আহত হয়েছেন।ঝিনাইদহ : সকালে শৈলকুপার শেখপাড়া বাজারে অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে । এ সময় ৬টি গাড়ি ভাংচুর করে অবরোধকারীরা। পুলিশ ৪ জনকে আটক করেছে।মণিরামপুর (যশোর) : বৃহস্পতিবার গভীর রাতে ফুলতলার সুপার জুট মিলের একটি যাত্রীবাহী বাস শ্রমিক নামিয়ে দিয়ে ফেরার পথে পাঁচাকড়ি হাই স্কুলের সামনে পৌঁছলে বাসের গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।www.24banglanewspaper.com