একটি টুনা ২৯ লাখ টাকা!
একটি
মাত্র টুনা মাছের দাম ২৯ লাখ টাকা! চোখ কপালে উঠে গেল, তাই না? ভাবছেন, কী
আবোল-তাবোল কথা! তবে পাঠক যাই ভাবুন না কেন, সত্যিই জাপানে এমন ঘটনা
ঘটেছে। সোমবার টোকিওর বিখ্যাত মাছবাজার তুসুকিজিতে সাড়ে চার লাখ মিলিয়ন
ইয়েনে বিক্রি হয় ব্লুফিন জাতের ওই টুনা মাছটি, যা বাংলাদেশী মুদ্রায় ২৮ লাখ
৭৬ হাজার ৯০০ টাকা।
নতুন বছরের ছুটি শেষে বাজার খোলার পর ১৮০
কেজি ওজনের মাছটি কেনার জন্য অনেকেই ভিড় জমান। তবে সবাইকে তাক লাগিয়ে
নিলামে এটি কিনে নেন জাপানের বিখ্যাত সুশি রেস্টুরেন্ট চেইনের মালিক কিয়োশি
কিমুরা।গত চার বছরের মধ্যে জাপানে
এটিই সবচেয়ে বেশি দামে মাছ বিক্রির ঘটনা। দেশটির সুস্বাদু সুশি এবং সাশিমি
খাবার তৈরিতে টুনা মাছ অতুলনীয়। এক্ষেত্রে ব্লুফিন টুনার কদর আরও বেশি।
ওয়েবসাইট।www.24banglanewspaper.com