শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪

যশোরে তারেক রহমানের বিরুদ্ধে মামলা

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে কটুক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিমের আদালতে যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যের অ্যাট্রিয়ামে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ‘জাতির জনক বঙ্গবন্ধুকে-শেখ মুজিবই বড় রাজাকার ‘পাকবন্ধু’ এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ‘মোনাফেকের দল’ বলে মন্তব্য করেছেন। তার এই বক্তব্য ইনকিলাব,জনকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ।মামলার বাদী মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন বলেন, স্বাধীন বাংলাদেশের নির্বাচিত সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে এবং শাস্তিযোগ্য অপরাধ করেছেন তারেক রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে এ মামলা করেছি।প্রসঙ্গত, গত ৫ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাজ্যে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে কুটক্তির প্রতিবাদে সারাদেশের মতো যশোর আদালতে মামলা হয়েছিল। গত ০৯ নভেম্বর যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন বাদী হয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যশোর আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা করেছিলেন।www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings