ট্যাংকার
ডুবিতে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় সৃষ্ট ক্ষয়ক্ষতি নির্ণয় ও তথ্য সংগ্রহ করতে
জাতিসংঘের ২৬ সদস্যের একটি প্রতিনিধিদল সুন্দরবনের পথে রওনা দিয়েছে। সোমবার
সকাল ৭টার দিকে মংলার উদ্দেশে ঢাকা ছাড়ে প্রতিনিধি দলটি।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি)
সদস্য, তেল নিঃসরণে বিশেষজ্ঞসহ জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা
রয়েছেন প্রতিনিধি দলে। এছাড়া ঢাকা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন
শিক্ষকও থাকছেন দলের সঙ্গে।গত ৯ ডিসেম্বর সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কাছে
শ্যালা নদীতে জাহাজের ধাক্কায় সাড়ে তিন লাখ লিটার ফার্নেস অয়েলসহ তেলবাহী
ট্যাংকার ওটি সাউদার্ন স্টার-৭ ডুবে যায়। এতে সুন্দরবনের পূর্বাংশের ৩৫০
বর্গকিলোমিটার এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়ে। তেলের প্রভাবে ইরাবতি ডলফিন,
ভোঁদর, কুমির, গুঁইসাপ, সাপ, নানা প্রজাতির মাছসহ বিভিন্ন প্রাণী ও
জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে।পরিস্থিতি মোকাবেলায় সরকার ১৫ ডিসেম্বর
জাতিসংঘের কাছে সহায়তা চেয়ে একটি চিঠি দেয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে
জাতিসংঘ এই বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। তারা সুন্দরবন এলাকায় ৬ দিন অবস্থান
করবে। এ সময় তারা তেলের প্রভাবে সুন্দরবনের কী ধরনের ক্ষতি হলো, তা
মোকাবিলায় কী করা যেতে পারে তা নির্ধারণ করবে।www.24banglanewspaper.com