শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪

ব্রিটেনে শিশুদের প্রিয় নাম মুহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ ছেলে শিশুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মদ। সম্প্রতি ব্রিটেনের একটি নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
www.24banglanewspaper.com
বাবা-মাদের ওয়েবসাইট বেবি সেন্টার চলতি বছরের জন্য ছেলে শিশুদের জনপ্রিয় নামের যে তালিকা তৈরি করেছে, তাতে দেখা গেছে মুহাম্মদ নামটি তাদের কাছে সবচেয়ে প্রিয়।

গত বছর এই নামটির অবস্থান ছিল তালিকার ২৮ নম্বরে। চলতি বছর অলিভার নামটিকে হটিয়ে মুহাম্মদ নামটি শীর্ষস্থান দখল করে নিয়েছে। পাশাপাশি ছেলেদের অন্যান্য জনপ্রিয় নাম হচেছ জ্যাক, নোয়া এবং জেকব।

বেবি সেন্টার বলছে, ৫৬,০০০ শিশু-জন্মের হিসেব অনুযায়ী ওমর, আলী এবং ইব্রাহীম নাম তিনটিও ছেলে শিশুদের ১০০ নামের তালিকায় রয়েছে।

মেয়ে শিশুদের নামের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নাম হচেছ সোফিয়া। এরপর রয়েছে এমিলি, লিলি, অলিভিয়া ইত্যাদি নাম। মরিয়াম নামটিও চলতি বছর তালিকার ৩৫ নম্বরে উঠে এসেছে। সূত্র : ইন্টারনেট - See more at:

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings