ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স বিজয় দিবস রাগবি প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ও মহিলা বিভাগে ফ্লেম রাগবি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার পল্টন মাঠে অনুষ্ঠিত মেয়েদের ফাইনালে ফ্লেম রাগবি ক্লাব ৩৭-৫ পয়েন্টে কবি নজরুল কলেজ রাগবি ক্লাবকে হারিয়ে প্রথম মহিলা রাগবি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী ১৯-০ পয়েন্টে ফ্লেম বয়েজ রাগবি ক্লাবকে হারিয়ে শিরোপা জেতে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা মো. তজমুর আলী। এ সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো. ইয়াহিয়া ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মহিলা বিভাগে সেরা খেলোয়াড় চ্যাম্পিয়ন দলের শরিফা খাতুন ও পুরুষ বিভাগে সেরা নির্বাচিত হন সেনাবাহিনীর মাহমুদুল রহমান।
www.24banglanewspaper.com