নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বাড়াতে চায় বার্সেলোনা। ব্রাজিলের এই তারকার এজেন্ট সম্প্রতি এই তথ্য দিয়েছেন। ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে ২০১৩ সালে নেইমারকে ন্যুক্যাম্পে নিয়ে আসে বার্সেলোনা। নেইমারের দলবদলের সঙ্গে জড়িয়ে ছিল বার্সেলোনার কর ফাঁকির বিতর্ক। এর জের ধরে ক্লাবের সাবেক সভাপতি সান্দ্রো রোসেল তার পদ থেকে সরে দাঁড়ান। তবে রোসেল এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন। ২২ বছর বয়সী নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত। তার প্রতিনিধি ওয়াগনার রিবেইরো জানান, বার্সেলোনা তাকে আরও দু’বছরের জন্য রাখতে চাইছে। ওয়েবসাইট। www.24banglanewspaper.com
নেইমারকে ২০২০ সাল পর্যন্ত চায় বার্সেলোনা
নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বাড়াতে চায় বার্সেলোনা। ব্রাজিলের এই তারকার এজেন্ট সম্প্রতি এই তথ্য দিয়েছেন। ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে ২০১৩ সালে নেইমারকে ন্যুক্যাম্পে নিয়ে আসে বার্সেলোনা। নেইমারের দলবদলের সঙ্গে জড়িয়ে ছিল বার্সেলোনার কর ফাঁকির বিতর্ক। এর জের ধরে ক্লাবের সাবেক সভাপতি সান্দ্রো রোসেল তার পদ থেকে সরে দাঁড়ান। তবে রোসেল এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন। ২২ বছর বয়সী নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত। তার প্রতিনিধি ওয়াগনার রিবেইরো জানান, বার্সেলোনা তাকে আরও দু’বছরের জন্য রাখতে চাইছে। ওয়েবসাইট। www.24banglanewspaper.com