স্পোর্টস ডেস্ক, সময়ের কণ্ঠস্বর : বয়স
মোটে পাঁচ বছর। ইতিমধ্যেই স্কুলস্তরের ক্রিকেট খেলার জন্য মনগুজ স্পনসরশিপ
জোগাড় করে ফেলেছে সে। তাহলে বুঝুন এই পুচকের ক্রিকেট মেধা কেমন!
এই জিনিয়াস হলো ভারতের কেরল নিবাসী পাঁচ বছরের কৃষ্ণ নারায়ন এ বয়সেই ব্যাটিংয়ে দারুণ সব স্টাইল রপ্ত করেছে সে।
কৃষ্ণ রাহুল দ্রাবিড়ের মতো ডিফেন্স করতে
পারে, তার গ্ল্যান্স ব্রায়ান লারার মতো । ড্রাইভ এবং সুইপ করে শচীন
টেন্ডুলকারের মতো। আরো রয়েছে ভিভ রিচার্ডসের মটো কাট, সৌরভ গাঙ্গুলীর মতো
স্কয়ার ড্রাইভ, বীরেন্দ্র শেহবাগের মতো পুল ও হুক শট।
এমনকি রিভার্স সুইপ, স্লগ ও স্লগ সুইপ এবং
আপার কাট, সুইচ হিট, স্কুপের মতো আনঅর্থোডক্স শটগুলিও অবলীলায় খেলতে পারে
সে। আরও আশ্চর্য, কৃষ্ণ যেভাবে হেলিকপ্টার শট মারে তা মহেন্দ্র সিংহ ধোনির
চেয়েও ভালো!!www.24banglanewspaper.com