শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪

ওয়ানডেতে খেলা কোনো ক্রিকেটারই নেই যে রেকর্ড অভিষেকেই সেই রেকর্ড গড়লেন তাইজুল ইসলাম

স্পোর্টস ডেস্ক : এমন গৌরব ক্রিকেট ইতিহাসে আর কোন ক্রিকেটারই দেখাতে পারেননি। অনেক রথি-মহারথির আগমণ ঘটেছে ক্রিকেটে। অনেকে অনেক রেকর্ড করে ইতিহাসের পাতা সমৃদ্ধ করে তুলেছেন। সবার ওপরে এখন শুধুই তাইজুল ইসলাম। বাংলাদেশের স্লো লেফট আর্ম অর্থোডক্স স্পিনার এখন ইতিহাসের সর্বোচ্চ চূড়ায়। ক্রিকেট ইতিহাসে অভিষেকেই হ্যাটট্রিকের রেকর্ড গড়ে ফেলা প্রথম ক্রিকেটার।
জিম্বাবুয়ের পানিয়াঙ্গারাকে বোল্ড, জন নিয়াম্বুকে এলবিডব্লিউ এবং তেন্দাই চাতারাকে বোল্ড করে ওয়ানডে ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশের স্পিনার। এর আগে বাংলাদেশের পক্ষে আরও তিনটি হ্যাটট্রিকের ঘটনা ঘটেছে। শাহাদাত হোসেন, আবদুর রাজ্জাক এবং রুবেল হোসেন হ্যাটিট্রক করার গৌরব অর্জণ করেছিলেন।
তবে কেউই অভিষেকে নয়। এমনকি বিশ্বের আর কোন বোলার অভিষেকে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করতে পারেননি। এ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৩৬টি (তাইজুলের হ্যাটট্রিকসহ) হ্যাটট্রিকের ঘটনা ঘটেছে।
এর মধ্যে শ্রীলংকার লাসিথ মালিঙ্গাই সর্বোচ্চ তিনবার এই কীর্তি গড়েছিলেন। এছাড়া পাকিস্তানের ওয়াসিম আকরাম, শ্রীলংকার চামিন্দা ভাস দু’বার করে হ্যাটট্রিকের গৌরব অর্জন করেন। কিন্তু কেউই অভিষেকে এই গৌরব অর্জণ করতে পারেননি, যেটা পারলেন বাংলাদেশের তাইজুল ইসলাম।
ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিকের ছড়াছড়ি শুধুই পেসারদের। সেখানে এতদিন ব্যাতিক্রম ছিলেন পাকিস্তানের সাকলায়েন মোস্তাক, বাংলাদেশের আবদুর রাজ্জাক, জিম্বাবুয়ের প্রসপার উতসেয়া। এবার এ তালিকায় যোগ হলেন বাংলাদেশের আরও একজন, তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পুরোটাই খেলেছিলেন তাইজুল। ঢাকা টেস্টে আবার দেশের হয়ে রেকর্ডও গড়েছিলেন তিনি। সাকিব আল হাসানকে টপকে এক ইনিংসে সর্বোচ্চ ৮ উইকেট নেওয়ার কৃতিত্ব এখন শুধুই এই বাঁ হাতি স্পিনারের।
কিন্তু ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচেই ছিলেন সাইডলাইনে। অবশেষে শেষ ম্যাচে এসে সুযোগ পেলেন প্রথমবারেরমত ওয়ানডে ক্যাপ পরার। সুযোগ পেয়েই বাজিমাত করলেন। চতুর্থ বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে রেকর্ড গড়লেন গৌরবময় হ্যাটট্রিকের।
জিম্বাবুয়েকে ১২৮ রানের মধ্যে বেধে ফেলার ক্ষেত্রে সবচেয়ে বড় কৃতিত্ব তাইজুল ইসলামের। ২৭তম ওভারে সলোমন মিরেকে আউট করে অভিষেকটা স্মরনীয় করে রাখার প্রথম ধাপ শুরু তাইজুলের। একই ওভারের শেষ বলে বোল্ড করে ফেরান পানিয়াঙ্গারাকে।
২৯ ওভারে বল করতে এসেই প্রথম বলে এলবির ফাঁদে ফেলেন নিয়াম্বুকে। দ্বিতীয়টিই ছিল কাংখিত মাইলফলকে পৌঁছার বল। বোল্ড করলেন তেন্দাই চাতারাকে। হয়ে গেল ইতিহাস। বোলিং ফিগার ৭-২-১১-৪।www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings