শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪

24banglapaper মাওয়ায় ১৩০০ বোতল ফেনসিডিল সহ প্রাইভেট কার আটক

মুন্সিগঞ্জের মাওয়ায় ১৩ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ একটি প্রাইভেট কার আটক করেছে মাওয়া নৌ ফাড়ির পুলিশ। তবে জরিত কোন ব্যাক্তিকে আটক করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার রাত ৭ টায় ডাম্প ফেরী রাম সিড়ি – মাওয়া ঘাটে এসে ভিরলে, খয়েরী কালারের একটি প্রাইভেটকার যার নং ঢাকা মেট্রো গ ১১-৯৫৫৬। গাড়িটি পরিত্যক্ত অবস্থায় ফেরীতে পরে থাকায় প্রাইভেটকার চালকসহ জড়িতরা প্রাইভেটকার ও মাদকের চালান ফেলে রেখেই পালিয়ে যাওয়ায় পুলিশের সন্দেহ হয়।
গাড়িটি তল্লাশী করে নিষিদ্ধ ফেনসিডিল দেখে পুলিশ গাড়িটি মাওয়া ঘাট নৌ পুলিশ ফাড়িতে নিয়ে যায়। সেখানে লৌহজং থানার ওসি মোঃ তোফাজ্জল হোসেনও সাংবাদিক দের সামনে গননা করেন। ঢাকা যাওয়ার উদ্দ্যেশে গাড়িটি এসেছিল বলে পুলিশ ধারণা করছে। পরে মাওয়াঘাট নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ খন্দকার খালিদ হোসেন বাদী হয়ে লৌহজং থানায় মামলা করেন। পুলিশ প্রাইভেটকারের মালিক ও চালকের সন্ধানে তৎপরতা শুরু করেছে।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings