ব্লগার বিজয় হত্যার দায় স্বীকার আনসারুল্লাহ বাংলা'র
সিলেট
গণজাগরণ মঞ্চের সংগঠক ব্লগার অনন্ত বিজয় দাসকে হত্যার দায় স্বীকার করেছে
আনসারুল্লাহ বাংলা টিম। মঙ্গলবার দুপুরে টুইটার বার্তায় আনসার আল-ইসলাম এবং
আনসার বাংলা ৮ এ দাবি করে। টুইটে তারা উল্লাস প্রকাশ করে তাদের অপারেশন
সফল হয়েছে বলে উল্লেখ করা হয়। তাদের এই বার্তা সিলেট ও বাংলাদেশ
হ্যাশট্যাগেও প্রকাশ করা হয়।
নিজেদের
টুইটারে আনসার আল-ইসলাম পোস্ট করে, আলহামদুলিল্লাহ! আমরা আনন্দের সাথে
জানাচ্ছি যে আল-কায়েদা উপমহাদেশ (AQIS) এর ভাইরা আরও এক ইসলাম বিদ্বেষী
নাস্তিক ব্লগারকে জাহান্নামে পাঠিয়েছেন! সে নাস্তিকদের আখড়া মুক্তমনার
এডমিন এবং নিয়মিত বিভিন্ন নামে আল্লাহ ও তার রাসুল (সাঃ) এবং ইসলাম নিয়ে
ব্যাঙ্গ-বিদ্রূপ করত। তবে হত্যার দায় স্বীকারের এ বিষয়ে আল-কায়েদা উপমহাদেশ
আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।এ
বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার জাহাঙ্গীর সরকার জানান, আমরা এইমাত্র
বিষয়টি অবগত হলাম। তবে যেহেতু আল-কায়েদা বিষয়টি নিশ্চিত করেনি তাই আমরা এ
বিষয়ে এখনই কিছু বলতে পারছিনা।এর আগে
মঙ্গলবার সকাল ৯টার দিকে সিলেটের সুবিদবাজার এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা
হয়। - See more at:-www.24banglanewspaper.com