শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

মঙ্গলবার, ১২ মে, ২০১৫

ব্লগার বিজয় হত্যার দায় স্বীকার আনসারুল্লাহ বাংলা'র

সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক ব্লগার অনন্ত বিজয় দাসকে হত্যার দায় স্বীকার করেছে আনসারুল্লাহ বাংলা টিম। মঙ্গলবার দুপুরে টুইটার বার্তায় আনসার আল-ইসলাম এবং আনসার বাংলা ৮ এ দাবি করে। টুইটে তারা উল্লাস প্রকাশ করে তাদের অপারেশন সফল হয়েছে বলে উল্লেখ করা হয়। তাদের এই বার্তা সিলেট ও বাংলাদেশ হ্যাশট্যাগেও প্রকাশ করা হয়। নিজেদের টুইটারে আনসার আল-ইসলাম পোস্ট করে, আলহামদুলিল্লাহ! আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আল-কায়েদা উপমহাদেশ (AQIS) এর ভাইরা আরও এক ইসলাম বিদ্বেষী নাস্তিক ব্লগারকে জাহান্নামে পাঠিয়েছেন! সে নাস্তিকদের আখড়া মুক্তমনার এডমিন এবং নিয়মিত বিভিন্ন নামে আল্লাহ ও তার রাসুল (সাঃ) এবং ইসলাম নিয়ে ব্যাঙ্গ-বিদ্রূপ করত। তবে হত্যার দায় স্বীকারের এ বিষয়ে আল-কায়েদা উপমহাদেশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার জাহাঙ্গীর সরকার জানান, আমরা এইমাত্র বিষয়টি অবগত হলাম। তবে যেহেতু আল-কায়েদা বিষয়টি নিশ্চিত করেনি তাই আমরা এ বিষয়ে এখনই কিছু বলতে পারছিনা।এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে সিলেটের সুবিদবাজার এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। - See more at:-www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings