শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

রবিবার, ১১ জানুয়ারী, ২০১৫

রুবেল বিশ্বকাপে খেলবেন


চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপীর দায়েরকৃত ধর্ষণ মামলায় জাতীয় ক্রিকেট দলের পেস বোলার রুবেল হোসেনকে জামিন দিয়েছেন দায়রা জজ আদালত। রোববার ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস ৫০ হাজার টাকার মুচলেকায় মামলার অভিযোগপত্র দাখিল হওয়া পর্যন্ত এ জামিন মঞ্জুর করেন। এর ফলে বিশ্বকাপের ১১তম আসরে বাংলাদেশ দলের হয়ে খেলতে তার আর কোনো বাধা রইল না। আজ থেকে শুরু হওয়া বিশ্বকাপের অনুশীলন ক্যাম্পে যোগ দিচ্ছেন এ পেসার। এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষার পর তাকে বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়। আদালতে রুবেলের জামিন আবেদনের শুনানি করেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ ও অ্যাডভোকেট আবদুল্লাহ আল মাহবুব। শুনানির সময় রুবেলকে আদালতে আনা হয়নি। হ্যাপীও ছিলেন না আদালতে। শুনানির সময় হ্যাপীর ব্যক্তিগত আইনজীবী শাহজামান ফিরোজ তুহিন জামিনের ঘোর বিরোধিতা করেন।গত বছরের ১৫ ডিসেম্বর রুবেলকে ৪ সপ্তাহের জামিন দেন হাইকোর্ট। মেয়াদ শেষে ৮ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে কারাগারে পাঠানো হয়। এ আদেশের বিরুদ্ধে ফৌজদারি বিধিমূলে দায়রা জজ আদালতে জামিন চাওয়া হয়।এর আগে শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানিয়েছিলেন, রুবেল বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন। দল ও দেশের জন্য তাকে খুব দরকার। রোববার যদি আদালত তাকে জামিন দেন তাহলে বিশ্বকাপ দলে সে জায়গা পাবে। কিন্তু জামিন না পেলে মামলার বিষয়বস্তু দেখে তাকে আইনি সহায়তা দেয়া হবে। সে দোষী না হলে আমরা তাকে আইনি সহায়তা করব। আর দোষী সাব্যস্ত হলে ক্রিকেট বোর্ড তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।একই দিন রুবেলের সঙ্গে ঢাকার কেন্দ্রীয় কারাগারে দেখা করেন তার বাবা-মা ও বিসিবির অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানান, আদালত যদি তাকে জামিন দেন তবে সে বিশ্বকাপে খেলতে পারবে।প্রসঙ্গত, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ১৩ ডিসেম্বর চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে রাজধানীর মিরপুর থানায় রুবেলকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে ৩১ ডিসেম্বর রুবেলের ডিএনএ পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে। এর আগে হ্যাপীর শারীরিক পরীক্ষা শেষে ২৪ ডিসেম্বর দাখিল করা ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে হ্যাপীকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করার কোনো আলামত পাওয়া যায়নি।www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings