শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

শনিবার, ১০ জানুয়ারী, ২০১৫

রোববার সাড়ে ১০টায় আখেরি মোনাজাত


গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে। তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি তাবলিগ জামাতের দিল্লির মারকাজের শূরা সদস্য হযরত মাওলানা মুহাম্মদ সা’দ আখেরি মোনাজাত পরিচালনা করবেন। গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম শনিবার বিকেলে পুলিশ কন্টোল রুমে স্থাপিত মিডিয়া সেন্টারে উপস্থিত সাংবাদিদের এ তথ্য জানান।আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। এ জন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।পুলিশ কন্ট্রোল রুমের সামনে গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। মোনাজাতের দিন অন্যান্য দিনের চেয়ে দ্বিগুণ ফোর্স (দুই শিফটের ফোর্স এক শিফটে) মোতায়েন করা হবে। তিনি জানান, আজ রাত ১২টা থেকে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, আবদুল্লাহপুর, মীরের বাজার, কামারপাড়া ও আশুলিয়া বাইপাইল এলাকায় যান চলাচল বন্ধ থাকবে।ইজতেমা উপলক্ষে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে এসপি বলেন, বিদেশি নিবাসসহ খিত্তায় খিত্তায় সাদাপোশাকের পুলিশসহ ইজতেমা মাঠের চতুরপাশে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। ওয়াচটাওয়ার, চেকপোস্ট, ফুট পেট্রল, রিভার পেট্রল দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সর্বক্ষণিক সিসি টিভির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings