এমন কাজ কীভাবে করতে পারলেন ক্রিস্টিয়ানো রোনালদো? কর্দোবার বিপক্ষে
ম্যাচের ৮২ মিনিটের সময় একটি ব্যর্থ আক্রমণে হঠাৎই হারিয়ে বসলেন মেজাজ।
প্রতিপক্ষের এদিমার নামের এক খেলোয়াড়কে মেরে বসলেন দৃষ্টিকটু এক লাথি।
রোনালদোর লাথির ধরন এতটাই বাজে ছিল যে ম্যাচের রেফারি তাঁকে মার্চিং অর্ডার
না দিয়ে পারেননি। ক্ষণিকের উন্মাদনায় নিজের ওই আচরণ পোড়াচ্ছে খোদ
রোনালদোকেও। ঘটনার পর মাথা ঠান্ডা করে অনুশোচনায় হয়েছেন দগ্ধ। সামাজিক
যোগাযোগের মাধ্যম টুইটারে এদিমারের কাছে ক্ষমাও প্রার্থনা করেছেন তিনি।
কিন্তু তাঁর অনুশোচনা কিন্তু চিড়ে ভেজাচ্ছে না। এ ঘটনায় তিন ম্যাচ
পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে।
ফুটবল মাঠে ফাউল হতে পারে, লাল কার্ডও হতে পারে, কিন্তু রোনালদোর কাণ্ড
যেকোনো বিচারেই ভব্যতার মাত্রাকে ছাড়িয়ে যায়।www.24banglanewspaper.com
টুইটারে এদিমারের কাছে
ক্ষমা চেয়ে রোনালদোর পোস্টটা ছিল অনেকটা এমন, ‘আজকের ম্যাচে আমার এই
অভাবনীয় বাজে আচরণের জন্য আমি সবার কাছে, বিশেষ করে এদিমারের কাছে ক্ষমা
চাচ্ছি। ’
কর্দোবার বিপক্ষে কাল বেশ কষ্টার্জিত জয়ই পেতে হয়েছে রিয়াল
মাদ্রিদকে। রোনালদো যখন মাথা গরম করে বসেন, তখন পয়েন্ট ভাগাভাগির
আশঙ্কায় বিহ্বল রিয়াল-ভক্তরা। ম্যাচ এগিয়ে চলেছে ১-১ গোলে। ওই সময় মাথা
গরম থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তবে অস্বাভাবিক ব্যাপার হলে রোনালদোর মতো
তারকার হঠাৎ এমনি দৃষ্টিকটু আচরণের বহিঃপ্রকাশ। ব্যালন ডি’অরটা জিতলেও
বান্ধবী ইরিনার সঙ্গে সম্পর্কছেদের বিষয়টি কি বড় প্রভাব রেখে গেল
রোনালদোর জীবনে?