ছাত্রলীগের নেতাকর্মীদের মানুষের মন জয়ের পরামর্শ দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার দিনবদলের সনদকে কাজে লাগাতে হবে। ২০১৫ সাল ‘চ্যালেঞ্জিং’ও ‘ডিলাইটফুল’ হবে। আমাদের কর্মীদেরকে শুধু পরবর্তী নির্বাচন নয়, মানুষের মন জয় করার জন্য কাজ করতে হবে।শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ছাত্রলীগের সাবেক নেতারা অংশ নেন।ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রযুক্তি ও আদর্শের সমন্বয়ে কাজ করতে হবে। মানুষের মন জয় করে সুনামের ধারা ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, আমাদের বড় শত্রু সাম্প্রদায়িকতা, এটি রুখতে কাজ করতে হবে ছাত্রলীগকে। ২০১৫ সালে সংগঠনটির সুনামের ধারা একধাপ এগোবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। সমাবেশে বিএনপি নেতৃত্বাধী জোটকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে নাশকতা করলে জনগণের জানমাল রক্ষায় সরকার কঠিন পদক্ষেপ নেবে।তিনি বলেন, পদ্মা সেতু শেখ হাসিনার বিরাট এক অর্জন। কেউ ভাবতে পারেনি, নিজস্ব অর্থায়নে সেতু হবে। সেই পদ্মা সেতু এখন অবাস্তব কল্পনা নয়, দিনের আলোর মতো পরিষ্কার।বাংলাদেশ সম্ভাবনাময় দশটি দেশের একটি উল্লেখ করে তিনি এ বলেন, যদি থাকে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।সমাবেশে ঢাকা ও আশেপাশের জেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দেন। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা অপরাজেয় বাংলা থেকে থেকে শাহবাগ, মৎস ভবন হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।www.24banglanewspaper.com
ছাত্রলীগকে মানুষের মন জয় করতে হবে
ছাত্রলীগের নেতাকর্মীদের মানুষের মন জয়ের পরামর্শ দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার দিনবদলের সনদকে কাজে লাগাতে হবে। ২০১৫ সাল ‘চ্যালেঞ্জিং’ও ‘ডিলাইটফুল’ হবে। আমাদের কর্মীদেরকে শুধু পরবর্তী নির্বাচন নয়, মানুষের মন জয় করার জন্য কাজ করতে হবে।শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ছাত্রলীগের সাবেক নেতারা অংশ নেন।ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রযুক্তি ও আদর্শের সমন্বয়ে কাজ করতে হবে। মানুষের মন জয় করে সুনামের ধারা ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, আমাদের বড় শত্রু সাম্প্রদায়িকতা, এটি রুখতে কাজ করতে হবে ছাত্রলীগকে। ২০১৫ সালে সংগঠনটির সুনামের ধারা একধাপ এগোবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। সমাবেশে বিএনপি নেতৃত্বাধী জোটকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে নাশকতা করলে জনগণের জানমাল রক্ষায় সরকার কঠিন পদক্ষেপ নেবে।তিনি বলেন, পদ্মা সেতু শেখ হাসিনার বিরাট এক অর্জন। কেউ ভাবতে পারেনি, নিজস্ব অর্থায়নে সেতু হবে। সেই পদ্মা সেতু এখন অবাস্তব কল্পনা নয়, দিনের আলোর মতো পরিষ্কার।বাংলাদেশ সম্ভাবনাময় দশটি দেশের একটি উল্লেখ করে তিনি এ বলেন, যদি থাকে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।সমাবেশে ঢাকা ও আশেপাশের জেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দেন। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা অপরাজেয় বাংলা থেকে থেকে শাহবাগ, মৎস ভবন হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।www.24banglanewspaper.com