শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

ক্ষমা না চাইলে বিএনপির কোন সমাবেশ নয় : ছাত্রলীগ


বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করার অভিযোগ এনে এর প্রতিবাদ করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারেক রহমান জাতির কাছে ক্ষমা না চাইলে বিএনপিকে কোন সমাবেশ করতে দেয়া হবে না। আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে যেকোনো মূল্যে ছাত্র সমাবেশ করা হবে। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।২৭ ডিসেম্বর শনিবার গাজীপুরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পূর্ব নির্ধারিত সমাবেশ রয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের বক্তব্যের জেরে ওই সমাবেশকে সামনে রেখে ছাত্রলীগ এ হুুঁশিয়ারি দিল।ছাত্রলীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধুকে কটাক্ষ করে তারেক রহমান যে অকথ্য ভাষায় বক্তব্য রেখেছেন সেজন্য তাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। এছাড়া গাজীপুরে বিএনপিকে কোনো সমাবেশ করতে দেয়া হবে না। সারাদেশে রাজপথের লড়াই এবং আইনি লড়াইয়ের মাধ্যমে দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাব আমরা।তিনি বলেন, গাজীপুরের মাটিকে বিএনপি বারবার কলঙ্কিত করেছে। জাতির জনকের প্রতি এই অবমাননা করাকে গাজীপুরের ছাত্রসমাজ এবং শ্রমজীবী মানুষ মেনে নিতে পারেনি। তাই তারা প্রতিবাদ জানাচ্ছে।সোহাগ বলেন, গতকাল ছাত্রদল যে মন্তব্য করেছেন এ ধরনের অশালীন শব্দের সঙ্গে আমরা পরিচিত নই। ছাত্রদল হয়তো ভুলে গেছে। যে শব্দ তারা উচ্চারণ করেছে তার সমুচিত জবাব তারা অতীতে পেয়েছে। আমি ইতিহাস থেকে তাদের শিক্ষা নিতে বলব।  মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সম্পাদক শামসুল কবির রাহাত, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ঢাবি শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লা ও সাধারণ সম্পাদক ওমর শরীফ, ছাত্রলীগের  দপ্তর সম্পাদক শেখ রাসেলসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীবৃন্দ। www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings