স্টার জলসা দেখা নিয়ে মারামারি, হাসপাতালে স্বামী-স্ত্রীwww.24banglanewspaper.com
যশোরে স্টার জলসা দেখাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর তুমুল মারামারি, হাসপাতালে ভর্তি দুজনেই !
যশোরে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসায় ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়াল দেখাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সেই মারামারির জেরে স্বামী-স্ত্রী দুইজনই এখন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি।