শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪

সেরা মেসি

বছরের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে ‘মুকুট’ হাতছাড়া হল লিওনেল মেসির। টানা চারবার পাওয়া ব্যালন ডি’অর পুরস্কারটা দেখলেন রিয়াল তারকার হাতে! এরপর আরও পুরস্কার উঠেছে রোনাল্ডোর হাতে। বিশ্বকাপে গোল্ডেন বল পেলেন বটে, তা নিয়েও কত বিতর্ক! ‘সেরা হওয়ার পুরস্কার’ কাকে বলে, ভুলতেই বসেছিলেন মেসি! বছরের শেষে একটি সুখবর অন্তত পেলেন। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশনের (আইএফএফএইচএস) সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠল মেসির হাতে। তবে বার্সেলোনা ফরোয়ার্ড পুরস্কার পেয়েছেন এ বছরের জন্য নয়, ২০১৩ সালের পারফরম্যান্সের কারণে। ২০১২-১৩ মৌসুমে আর্জেন্টিনা অধিনায়ক লা লীগায় ৩২ ম্যাচে করেছিলেন ৪৬ গোল। দ্বিতীয় অবস্থানে থাকা রোনাল্ডোwww.24banglanewspaper.com

করেছিলেন ৩৪ ম্যাচে ৩৪ গোল। তৃতীয় স্থানে থাকা বর্তমানে সোয়ানসিটির স্ট্রাইকার উইলফ্রিড বনি ৩০ ম্যাচে করেছিলেন ৩১ গোল। বনি তখনখেলতেন ডাচ ক্লাব ভিতেসেতে।আইএফএফএইচএস সর্বোচ্চ গোলদাতা-২০১২ পুরস্কারও উঠেছিল মেসির হাতে। সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার মারিও জার্দেলের পর (১৯৯৯ ও ২০০০) প্রথম কোনো খেলোয়াড়ের হাতে টানা দুবার এ পুরস্কার উঠল। মেসির পাশাপাশি সেরা প্লেমেকারের পুরস্কার উঠেছে আন্দ্রেস ইনিয়েস্তার হাতে। পুরস্কারটি দেয়া হয় আগের বছরের বিশ্বের সেরা ৬০টি লীগের খেলোয়াড়দের মধ্য থেকে একজনকে। ওয়েবসাইট।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings