শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

শনিবার, ২৭ ডিসেম্বর, ২০১৪

ঝড়ের নাম ম্যাককালাম


নতুন ভেন্যু হলেও ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের সবুজ গালিচা দেখলে যে কোনো পেসারের চোখ চকচক করে উঠবে। গতিময় এ বাউন্সি উইকেটে টসে জিতে অ্যাঞ্জেলো ম্যাথিউসের চওড়া হাসি দেখে মনে হচ্ছিল, ম্যাচটাই বুঝি জিতে গেছে শ্রীলংকা! সবুজ উইকেটে গতির ঝড়ে নিউজিল্যান্ডকে নাকাল করতে স্বাগতিকদের হাতে ব্যাট ধরিয়ে দেন লংকান অধিনায়ক। মাত্র ৮৮ রানে নিউজিল্যান্ডের তিন উইকেট পড়ে যাওয়ার পর নিজেকে হয়তো বাহবা দিচ্ছিলেন ম্যাথিউস। কিন্তু দিন শেষে উধাও হয়ে গেছে লংকানদের সেই হাসি। ক্রাইস্টচার্চের বোলিং স্বর্গে কাল অন্যরকম এক ঝড় দেখল ক্রিকেটবিশ্ব। ঝড়ের নাম ব্রেন্ডন ম্যাককালাম। অতিমানবীয় এক ইনিংস খেলে লংকানদের লণ্ডভণ্ড করে দিলেন কিউই অধিনায়ক। ১৩৪ বলে ১৯৫ রান! মাঠে আসা আট হাজার দর্শক বক্সিং-ডের সেরা উপহার পেলেন ম্যাককালামের কাছ থেকে। রেকর্ডের পাতা এলোমেলো করে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটি একান্তই নিজের করে নিলেন ম্যাককালাম। এ ম্যাচ দিয়েই আট বছর পর টেস্ট ক্রিকেট ফিরল ভূমিকম্পপীড়িত শহর ক্রাইস্টচার্চে। টেস্টের নবতম ভেন্যু হ্যাগলি ওভালেই আগামী বছর ১৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড-শ্রীলংকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০১৫ বিশ্বকাপের।বিশ্বকাপের প্রস্তুতিসারতেই কিনা স্বাগতিকরা টেস্ট খেলল টি ২০ মেজাজে! প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ সাত উইকেটে ৪২৯। তাও আবার খেলা হয়েছে ৮০.৩ ওভার। ওভারপ্রতি ৫.৩২ করে রান উঠেছে। সাম্প্রতিক সময়ে এমন রানপ্রসবা দিন খুব কমই দেখেছে টেস্ট ক্রিকেট। হাফ সেঞ্চুরি করে অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়েছেন কেন উইলিয়ামসন ও জেমস নিশাম। তবে শ্রীলংকার ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন ম্যাককালাম একাই। তারপরও একটা আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। মাত্র পাঁচ রানের জন্য টেস্ট ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি মিস করেছেন ম্যাককালাম।সাবেক সতীর্থ নাথান অ্যাস্টেলের দ্রুততম ডাবল সেঞ্চুরির (১৫৩ বলে) রেকর্ড ভাঙতে ১৮ বলে মাত্র ৫ রান দরকার ছিল কিউই অধিনায়কের। কিন্তু ১৯৫ রানের মাথায় অফ-স্পিনার থারিন্দু কুশালের বলে করুনারত্নের তালুবন্দি হয়ে আক্ষেপ নিয়েই ফিরতে হয় ম্যাককালামকে। দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড না হলেও নিউজিল্যান্ডের পক্ষে দ্রুততম টেস্ট সেঞ্চুরির নতুন রেকর্ড ঠিকই গড়েছেন। ৭৪ বলে সেঞ্চুরি করে নিজের রেকর্ডই (৭৮) ভেঙেছেন ম্যাককালাম। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রানের মাইলফলকও পেরিয়ে গেছেন তিনি। এ বছর টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরিসহ ৭২.৭৫ গড়ে ১১৬৪ রান করেছেন ফর্মের তুঙ্গে থাকা ম্যাককালাম।ছোটখাটো আরও কিছু রেকর্ড হয়েছে বক্সিং-ডে টেস্টের প্রথম দিনে। টেস্টে এক বছরে সর্বোচ্চ ৩৩ ছক্কার নতুন রেকর্ড গড়েছেন ম্যাককালাম। ছুঁয়েছেন এক ওভারে সর্বোচ্চ রানের কিউই রেকর্ড। লাকমালের করা ইনিংসের ৫৫তম ওভারে তিন ছয় ও দুই চারে ২৬ রান নেন ম্যাককালাম। ৮৮ রানে তিন উইকেট হারানোর পর কেন উইলিয়ামসনের (৫৪) সঙ্গে ১২৬ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে ফেরান তিনি। পঞ্চম উইকেটে রীতিমতো টি ২০ মেজাজে খেলেছেন ম্যাককালাম ও নিশাম। ১৫৩ রানের জুটি গড়ার পথে ওভারপ্রতি ৭.৮৪ করে রান তোলেন তারা। ৮০ বলে ৮৫ রান করার পথে ১০টি চারের পাশাপাশি তিনটি ছক্কা হাঁকিয়েছেন নিশাম। ম্যাককালামের ইনিংসে রয়েছে ১৮টি চার ও ১১টি ছক্কা।আরেকটি ছক্কা হাঁকাতে পারলে ওয়াসিম আকরামের একই ইনিংসে ১২ ছক্কার টেস্ট রেকর্ড ছুঁয়ে ফেলতেন ম্যাককালাম। তবে দিন শেষে আক্ষেপের চেয়ে তার প্রাপ্তিই বেশি। দলের ব্যাটিং কোচ ক্রেগ ম্যাকমিলানের ভাষায়, ‘সবুজ উইকেটে টস হারার পর টেস্ট ক্রিকেটে এমন একটি দিন কল্পনা করাও কঠিন। ম্যাককালামের ইনিংসটি ব্যাখ্যা করার মতো কোনো বিশেষণ আমার জানা নেই।’ এএফপি/ওয়েবসাইট।নিউজিল্যান্ড প্রথম ইনিংসরান বল ৪ ৬লাথাম ক কৌশাল ব এরাঙ্গা ২৭ ৬৫ ৩ ০রাদারফোর্ড ব লাকমাল ১৮ ৩৪ ৪ ০উইলিয়ামসন ব প্রসাদ ৫৪ ৯৮ ৭ ০রস টেলর রানআউট ৭ ৮ ১ ০ম্যাককালাম ক করুনারত্নে ব কৌশাল ১৯৫ ১৩৪ ১৮ ১১নিশাম ক সাঙ্গাকারা ব ম্যাথিউস ৮৫ ৮০ ১০ ৩ওয়াটলিং এলবিডব্ল– ব ম্যাথিউস ২৬ ৫১ ২ ০ক্রেগ নটআউট ৫ ১৯ ০ ০অতিরিক্ত ১২মোট (৭ উইকেটে, ৮০.৩ ওভারে) ৪২৯উইকেট পতন : ১/৩৭, ২/৬০, ৩/৮৮, ৪/২১৪, ৫/৩৬৭, ৬/৪২০, ৭/৪২৯।বোলিং : লাকমাল ১৭-৩-৮৩-১, এরাঙ্গা ১৮-১-৮২-১, ম্যাথিউস ৯.৩-১-৩৪-২, প্রসাদ ১২-২-৬২-১, কৌশাল ২২-০-১৫৯-১, থিরিমান্নে ২-০-৫-০। www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings